মহাকুম্ভের আবহে একী কাণ্ড! অযোধ্যায় রামমন্দিরের ওপর উড়ল রহস্যময় ড্রোন, তারপরে যা হল….

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উপর রহস্যজনকভাবে ড্রোন উড়তে দেখা গেল। প্রচুর ভিড়ের মধ্যে ওই ড্রোনটিকে আকাশে ঘুরে বেড়াতে দেখে তৎপরতার সঙ্গে পুলিশ গুলি করে ড্রোনটিকে নামায়। অযোধ্যার রাম মন্দিরের উপর নো ফ্লাইং জোন হিসেবে ধার্য করা হয়েছে।

অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উপর ড্রোনের আনাগোনা

তাই স্বাভাবিকভাবেই মন্দিরের (Temple) উপরে এভাবে ড্রোন (Drone) উড়তে দেখার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই ড্রোন রহস্য ভেদ করতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এমনিতেই মহাকুম্ভ চলার কারণে প্রয়াগরাজে ভিড়ে ঠাসাঠাসি। দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ এখন প্রয়াগরাজে যাচ্ছেন।

আরোও পড়ুন : ‘বাংলায় থেকে CBI এমন হয়ে গেছে’, কোন মামলায় রেগে আগুন জাস্টিস ঘোষ?

তারই মধ্যে আবার বহু মানুষ যাচ্ছেন অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) দর্শনে। তারই মাঝে সোমবার রহস্যময় ড্রোনের দর্শন মিলল রামজন্মভূমি কমপ্লেক্সের দর্শনা রুটে। বিষয়টি চোখে পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে ড্রোনটিকে নামানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং বোম স্কোয়াড। তাতে কোনরকম বিস্ফোরক নজরে আসেনি। এ কথা জানান তদন্তকারীরা।

আরোও পড়ুন : দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে! এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর

পুরো বিষয়টি নিয়ে প্রশাসন জানিয়েছে, মূলত আতঙ্ক তৈরির জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, এই ড্রোনের নেপথ্যে একজন ইউটিউবার রয়েছেন। তিনি গুরুগ্রামের বাসিন্দা। রাম মন্দিরের ফুটেজ তোলার জন্যই এই ড্রোন ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

Ayodhya Ram Mandir and drone issue

ইতিমধ্যে অভিযুক্ত ইউটিউবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভিভিআইপি এই মন্দির তো বটেই, নিয়ম অনুসারে মন্দিরের আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও নিয়ম ভেঙ্গে ওই ইউটিউবার কেন ড্রোন ওড়াচ্ছিলেন সেটাই প্রশ্ন। যদিও এর আগেও, ড্রোন উড়ানোর একটি ঘটনা সামনে আসে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, জনৈক ব্লগার মন্দিরের ফুটেজ সংগ্রহ করতে ওই ড্রোন উড়িয়েছিল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X