রাম মন্দির থেকে গত ৫ বছরে ট্যাক্স বাবদ কত টাকা পেল সরকার? জানলে হবেন “থ”

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর ২০২৪ সালের ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ পুণ্যার্থী আসছেন অযোধ্যায়। রাম লালার দরবারে মাথা ঠেকাতে দেশ-বিদেশের পুণ্যার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো।

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) সম্পর্কিত তথ্য

অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) সাথে সাথে আমূল পরিবর্তন এসেছে শহরের অর্থনৈতিক ক্ষেত্রেও। পর্যটকদের আকর্ষণ করতে প্রশাসনের তরফে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা নগরীকে। চালু হয়েছে নতুন বিমানবন্দর। রাম মন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় আসছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর তাতেই আয় বাড়ছে সরকার ও মন্দির কমিটির।

আরও পড়ুন : দল থেকে বহিস্কৃত! এদিকে অভিষেকের ভার্চুয়াল বৈঠকে হাজির শান্তনু, কিভাবে যোগ দিলেন?

গত পাঁচ বছরে ট্যাক্স বাবদ রাম মন্দির কর্তৃপক্ষ সরকারকে কত টাকা দিয়েছে, এবার সেই সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে সম্প্রতি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই তথ্য দিয়ে জানিয়েছেন, গত পাঁচ বছরে অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কর বাবদ সরকারকে রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ জমা করেছে ৪০০ কোটি টাকা।

আরও পড়ুন : ‘এই সমস্যা কখনই বাংলায় ছিল না, বলতে বাধ্য হচ্ছি..,’ চটে লাল বিচারপতি, এল বিরাট নির্দেশ

এই বিপুল পরিমাণ করের মধ্যে জিএসটি বাবদ সরকারকে দেওয়া হয়েছে ২৭৩ কোটি টাকা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারির কথায়, অন্যান্য ট্যাক্স হিসেবে গত পাঁচ বছরে রাম মন্দির ট্রাস্ট সরকারকে প্রদান করেছে প্রায় ১৩০ কোটি টাকা। চম্পত রাইয়ের কথায়, প্রতিদিন রাম মন্দিরে আগত পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লক্ষণীয় ভাবে।

Ayodhya Ram Mandir income update.

তাতেই বাড়ছে শহরের মানুষের আয়ের (Income) সম্ভাবনাও। পরিসংখ্যান বলছে যে, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মহাকুম্ভ চলাকালীন প্রায় ১.৬ কোটি পুণ্যার্থী আসেন অযোধ্যায়। গত বছর প্রায় ১৬ কোটি পর্যটক পা রেখেছিলেন অযোধ্যা (Ayodhya) নগরীতে। এই বিপুল সংখ্যক পর্যটকদের মধ্যে রাম মন্দির(Ayodhya Ram Mandir) দর্শনে এসেছিলেন প্রায় পাঁচ কোটি পুণ্যার্থী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর