বাংলাহান্ট ডেস্ক : রাম জন্মভূমি অযোধ্যা (Ayodhya Ram Mandir) জুড়ে এখন সাজসাজ রব। পুরো অযোধ্যা যেন নতুনভাবে আবারো সেজে উঠছে। তার কারণ হলো বিরাট বড় এক অনুষ্ঠানের আয়োজন আসন্ন। অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হতে চলেছে এবার। তাই নিঃসন্দেহে এই দিনটি সকলের কাছে খুবই স্পেশাল।
রাম মন্দির অযোধ্যার (Ayodhya Ram Mandir) বড় আপডেট
তাইতো রাম লালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অযোধ্যার রাম মন্দিরে এই বিশাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বড় বড় সঙ্গীতশিল্পীগণ। ১১ জানুয়ারি রাম মন্দিরে আগামী রামলালার অভিষেক করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রাম লালার (Ramlala) প্রাণ প্রতিষ্ঠার এক বছর উপলক্ষে পুরো তিন দিন ধরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। আর অনুষ্ঠানে নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী। জানা গিয়েছে যে, এই অনুষ্ঠানের সূচনা হওয়ার পর থেকে তিন দিন চলবে। অর্থাৎ ১১তারিখ থেকে শুরু হবে অনুষ্ঠান। তিনদিনের এই অনুষ্ঠানের প্রথমদিনেই অঙ্গদ টিলায় ভজন গাইবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর।
আরোও পড়ুন : উঠবে দুর্দান্ত সেলফি! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, এবার জলের দরে স্মার্টফোন লঞ্চ করছে Poco
এছাড়াও ভজন গাইবেন ময়ূরেশ পাই। অনুষ্ঠানে ডাক পেয়েছেন সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো সঙ্গীতশিল্পীরাও। তারাও রাম মন্দিরে প্রবেশ করবেন ভক্তিমূলক গান গাওয়ার জন্য। উল্লেখ্য, আমাদের দেশের উত্তরপ্রদেশে ২০২৪ সাল নাগাদ অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন হয়। সেবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তিরা অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনে উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। তবে এবারে যদি অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছাতে না পারেন তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার অভিষেক করবেন।