বাংলাহান্ট ডেস্ক : আবারও হুমকির মুখে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। ভয়াবহ হামলা হবে রাম মন্দিরে, এই মর্মে নাকি একটি হুমকি ইমেইল পাঠানো হয়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেইল আইডিতে। তারপরেই নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে মন্দির চত্বরে। পাশাপাশি হুমকির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
ফের হুমকি বার্তা অযোধ্যার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir)
অযোধ্যা জেলা পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে শ্রীরামজন্মভূমি ট্রাস্টের ইমেইল আইডিতে একটি হুমকি বার্তা আসে। ঠিক কী লেখা ছিল ওই বার্তায় তা জানা না গেলেও শোনা যাচ্ছে, রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) নাকি ভয়াবহ হামলা হওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইংরেজিতে লেখা ইমেইলটি পাঠানো হয়েছে তামিলনাড়ুর কোনো এক ব্যক্তির ইমেইল আইডি থেকে।
আগেও এসেছে হুমকি: ওই হুমকির পরেই মন্দিরের নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ তদন্তও শুরু করেছে এই ঘটনায়। তবে রাম মন্দির (Ayodhya Ram Mandir) ট্রাস্টের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে হুমকি বার্তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে এটা কিন্তু প্রথম নয়, এর আগেও হুমকি বার্তা পেয়েছে রাম মন্দির (Ayodhya Ram Mandir)। গত বছর নভেম্বর মাসেও একবার হুমকি বার্তা এসেছিল এই মন্দিরকে উদ্দেশ্য করে। ভিডিও বার্তায় ‘শিখস ফর জাস্টিস’ এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন হুমকি দিয়েছিলেন, হিন্দুত্ববাদের ভিত হল অযোধ্যা। তাই সেখানকার মাটি কাঁপিয়ে দেওয়া হবে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মন্দির। সে সময়ও বেশ হইচই হয়েছিল বিষয়টি নিয়ে।
আরো পড়ুন : ‘ফাঁদে পা দেবেন না, সবটাই..,’ মুর্শিদাবাদ নিয়ে উত্তপ্ত আবহেই ‘সতর্কবাণী’ দেবাংশুর
রাম মন্দিরের নির্মাণ কাজ অব্যাহত: প্রসঙ্গত, গত বছর জানুয়ারি মাসেই ধুমধাম করে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন অবশ্য অর্ধনির্মিত অবস্থায় মন্দির উদ্বোধন করেছিলেন তিনি। তারপর থেকে এখনো চলছে মন্দির তৈরির কাজ। সোমবার বৈশাখ কৃষ্ণ প্রতিপদ তিথিতে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) গর্ভগৃহের সর্বোচ্চ শিখরে কলস স্থাপন করা হয়। সকাল ৯ টা ১৫ র সময়ে কলস পূজা শুরু হয় এবং সমস্ত নিয়ম রীতি মেনে ১০ টা ১৫ র সময়ে কলস স্থাপন করা হয় চূড়ায়।
আরো পড়ুন : নিজে বাড়িছাড়া শাহরুখ, ভাড়ায় খাটাচ্ছেন লস অ্যাঞ্জেলসের ভিলা! এক রাতের খরচ জানেন?
শ্রীরামজন্মভূমি মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান জানান, চলতি বছরের জুন মাসের মধ্যেই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হবে। মিউজিয়ামে ৮৫ টি ছবি স্থাপন করা হবে। এর মধ্যে শ্রীরামের ৬ টি ছবি সহ ২১ টির কাজ সম্পূর্ণ হয়েছে। আর ৬০ টি ছবি তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।