বাংলাহান্ট ডেস্ক : অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছে গত ২২শে জানুয়ারি। উদ্বোধনের পর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গিয়ে ভিড় করছেন রামলালাকে দর্শনের জন্য। ২৩ শে জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। সেদিন থেকেই দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় লেগেই রয়েছে অযোধ্যায়।
জানা যাচ্ছে, উদ্বোধনের পর থেকে ১০ দিনের মধ্যে রাম মন্দিরে প্রায় ২৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট এমনটাই জানিয়েছে। চেক, অনলাইন এবং দানবাক্স মিলিয়ে রাম মন্দিরে এসেছে ১১ কোটি টাকারও বেশি। মন্দির ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত বলেছেন, মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির সামনে রয়েছে বড় চারটি দানবাক্স।
আরোও পড়ুন : ঝাঁপ বন্ধ হল ঐতিহাসিক Nokia কোম্পানির! এবার নতুন নামে স্মার্টফোন বাজারে আনবে সংস্থা
১০ টি কম্পিউটারাইজড অনুদান গ্রহণ কেন্দ্র রয়েছে। ডোনেশন কাউন্টারে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে নিযুত্ত কর্মচারীরা রোজ সন্ধ্যায় অনুদানের হিসাব জমা করেন ট্রাস্ট অফিসে। অনুদান সংক্রান্ত বিষয় দেখভাল করার জন্য রাম মন্দিরে ১৪ সদস্যের একটি দল রয়েছে। এই দলে ১১ জন ব্যাংকের কর্মী ও তিনজন ট্রাস্ট এর কর্মী রয়েছেন।
আরোও পড়ুন : ধামাকা অফার! এবার মাত্র ৫০ পয়সায় মিলবে ১ জিবি ডেটা, সোনায় সোহাগা জিও গ্রাহকদের
দানপত্র ও কম্পিউটারাইজড কাউন্টারে জামা পড়া অনুদানের হিসাব রাখেন এই দলের কর্মীরা। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে টাকা জমা হওয়া থেকে শুরু করে গণনা করা, সবটুকুই হয়ে থাকে। মন্দিরে সরাসরি অনুদান ছাড়াও চেক ও অনলাইন মাধ্যমে অনুদান পাঠানো যায়। চেক ও অনলাইন মাধ্যমে এখনও পর্যন্ত রাম মন্দিরে জমা পড়েছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা।
দান বাক্স ও কম্পিউটারাইজড কাউন্টারে জমা হওয়া অনুদানের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। হিসাব অনুযায়ী গত ১১ দিনে রামলালাকে দেওয়া অর্থের পরিমাণ ছাড়িয়েছে প্রায় ১১ কোটি টাকা। রাম মন্দির ট্রাস্ট এর সদস্যরা আশাবাদী আগামী দিনে ভক্ত সমাগম বাড়লে রেকর্ড সংখ্যক অনুদান জমা হবে।