নিম তুলসি দিয়ে বানিয়েছেন ‘আয়ুর্বেদিক মাস্ক’, সন্ন্যাসীর ভাইরাল ভিডিও নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে করোনা তাড়াতে নানারকম মজাদার ভাইরাল ভিডিও (viral video) দেখা গিয়েছে স্যোশাল মিডিয়ায়। কখনও সাধারণ মানুষ, আবার কখনও বা কোন বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব- বিভিন্ন সময়ে দেখা গেছে করোনা তাড়াতে নানারকম নিদান দিয়েছেন, আর নেটদুনিয়ায় হাসির খোরাকও হয়েছেন। কিন্তু উপায় বাথলে দিলেও, আদতেও তাতে করোনা মুক্তি সম্ভব কিনা, তা অবশ্য পরোখ করে দেখেনি নেটিজনরা।

তবে বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় করোনা তাড়াবার আরও একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা দেখে এই সংকটের দিনে আবারও হাসির রসদ পেল নেটনাগরিকরা। উত্তরপ্রদেশে সীতাপুরের বাসস্ট্যান্ডে বসবাসকারী গেরুয়াধারী বাবাজির দাবি, সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের থেকেও অনেক বেশি কার্যকর তাঁর আবিষ্কৃত এই অভিনব মাস্ক।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

https://twitter.com/rupin1992/status/1396041839656849408

ভিডিওতে দেখা যায় ৭২ বছর বয়সী ওই ব্যক্তি এক অদ্ভূত ধরণের মাস্ক পড়েছেন। যা নাকি সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের থেকেও অনেক বেশি কার্যকর বলে তিনি দাবী করছেন। মাস্কটি তিনি নিজেই তৈরি করেছেন নিম আর তুলসী পাতা দিয়ে, যাকে আবার কেউ কেউ ‘আয়ুর্বেদিক মাস্ক’ও বলছেন।

ভিডিওতে ওই সাধুবাবা জানান, ‘আমার বয়স প্রায় ৭২ বছর। আমি নিজেই নিম আর তুলসী পাতা দিয়ে এই মাস্ক বানিয়েছি। এই মাস্ক অন্যান্য সকল সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের থেকেও অনেক বেশি কার্যকর। কারণ নিম আর তুলসীর জীবাণু নাশ করার ক্ষমতা রয়েছে এই মাস্কে’। স্যোশাল মিডিয়ায় এই অদ্ভূত মাস্কের ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়।


Smita Hari

সম্পর্কিত খবর