নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশবাসীকে বড় উপহার দিতে চলেছে কেন্দ্র! শুরু হবে এই অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। আর সেই উপলক্ষে এবছর ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, ‘১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান চালাব এবং এর অধীনে আমরা ১ লক্ষ ১৭ হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্রে ‘আয়ুষ্মান মেলা’র আয়োজন করব, যেখানে সমস্ত দরিদ্র-মধ্যবিত্তের চিকিৎসা হবে। সেই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানও চালাব।’

তিনি আরও জানিয়েছেন, ‘আয়ুষ্মান ভারত’-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যার মাধ্যমে প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্য প্যাকেজ পেয়ে থাকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরও ৬০ হাজার আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে।’

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। প্রতিবছরই জন্মদিনে কেন্দ্র এবং বিজেপির তরফে নানা জনসেবামূলক কাজের মাধ্যমে মোদীর জন্মদিন পালন করা হয়। গত বছর টিবি রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল। ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা-মুক্ত ভারতের সঙ্কল্প নেওয়া হয়েছে সরকারের তরফে।

অন্যদিকে, ২০২১ সালে মোদীর জন্মদিন উপলক্ষে জোর দেওয়া হয়েছিল করোনার ভ্যাকসিনেশনের উপর। মোদীর জন্মদিনে রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশন হয়েছিল দেশে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘আয়ুষ্মান ভব’ কর্মসূচির উদ্বোধন করবেন। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই প্রচারাভিযান চলবে ২ অক্টোবর পর্যন্ত।

Monojit

সম্পর্কিত খবর