মোদী সরকারের এই যোজনার ফেক ওয়েবসাইট লিংক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! ভুলেও করবেন না ক্লিক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে গুজব ছড়াচ্ছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ঝগড়া থেকে শুরু করে মোদী সরকারের (Modi Sarkar) বিনামূল্যে মাস্ক যোজনা পর্যন্ত অনেক কিছুই গুজব রটেছে। এবার মোদী সরকারের মহত্বপূর্ণ যোজনা আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Yojana) অফিসিয়াল ওয়েবসাইটের ভুয়ো লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। মন্ত্রালয় মানুষকে ওই লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভুয়ো ম্যাসেজে ayushman-yojana.org ওয়েবসাইটকে আয়ুষ্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে।

পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) টিম ওই ভাইরাল হওয়া ম্যাসেজের সত্যতা যাচাই করেছে। পিআইবি থেকে জানানো হয়েছে যে। ওই ম্যাসেজে যেই দাবি করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যে। জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে যে, https://pmjay.gov.in ই একমাত্র ওয়েবসাইট। এর সাথে সাথে মানুষের কাছে আবেদন করা হয়েছে যে, যোজনার নাম ব্যবহার করা ভুয়ো ওয়েবসাইট থেকে যেন ভ্রমিত না হয়।

এই বিষয়ে ন্যাশানাল হেলথ অথরিটি সোশ্যাল মিডিয়ায় লেখে, ayushman-yojana.org কে আয়ুষ্মান ভারত যোজনার ওয়েবসাইট বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দয়া করে মনে রাখবেন অফিসিয়াল ওয়েবসাইট হল pmjay.gov.in, এটা ছাড়া আর কোন ওয়েবসাইট সরকার দ্বারা নিয়ন্ত্রিত না এই যোজনায়। আর বাকি গুলো ভুয়ো।

X