কলকাতার আর জি করের (R G Kar) নৃশংস ঘটনাটি সম্পর্কে অবগত সকলেই। এই ঘটনার প্রতিবাদে প্রথমে পথে নেমেছিল সেই হাসপাতালের (R G Kar) পড়ুয়া ডাক্তাররা। তবে, গতকাল রাত দখলের ডাক দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল ৫০০ টিরও বেশি জায়গায়। হাওড়া, হুগলি, কলকাতা, ২৪ পরগনা, মালদা, নদীয়া, বর্ধমান, আসানসোল একাধিক জায়গায় সমাগম হয়েছিল মানুষদের। মেয়েদের রাত দখলে সঙ্গে ছিলেন একাধিক মানুষরা।
ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। তবে, এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি নাড়িয়েছে গোটা দেশকে। সুদূর বম্বেতে বসেই ইজ ঘটনায় শাস্তির দাবী জানিয়েছেন তারকারা। টাইগার শ্রফ থেকে শুরু করে কঙ্গনা রানাউত, প্রত্যেকেই দোষীদের শাস্তির দাবী জানিয়েছে। বার্তা দিয়েছে পাশে থাকার। বাদ যাননি আয়ুষ্মান খুরানাও। নিজের সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানিয়েছেন আয়ুষ্মানও।
কলকাতার আর জি করের (R G Kar) নৃশংস ঘটনাটি সম্পর্কে অবগত সকলেই
একটি কবিতা লিখে তার মাধ্যমেই প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা। ‘কাশ ম্যায় ভি লডকা হোতি’ এই কবিতাটি পাঠ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘আমি যদি ছেলে হতাম, তাহলে আমায় দরজা বন্ধ করে ঘুমোতে হতো না, আমি যদি ছেলে হতাম তাহলে, আজ আমি বেঁচে থাকতাম।’ আয়ুষ্মানের এই কবিতা মনে গেঁথে প্রত্যেকের।
নিহত মৌমিতা দেবনাথের হয়ে এই কবিতা লিখেছেন আয়ুষ্মান। এছাড়াও বাংলাদেশের এক সাধারণ ব্যক্তি, নিজের গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। শারীরিক ভাবে উপস্থিত না থাকতে পারলেও, মানসিকভাবে উপস্থিত থাকবেন বলেই বার্তা দিয়েছেন তাঁরা। আয়ুষ্মানের এই বিচার ভাবে চাওয়া মানুষের মনে দাগ কেটে দিয়েছে।