মধ্যপ্রদেশের বোর্ড পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন! POK-কে বলা হল আজাদ কাশ্মীর

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা মণ্ডল (Board of Secondary Education, Madhya Pradesh) এর সামাজিক বিজ্ঞান পরীক্ষার পেপারে ‘আজাদ কাশ্মীর” (Azad Kashmir) নিয়ে প্রশ্ন করা হয়।

সামাজিক বিজ্ঞান পরীক্ষার পেপারে সঠিক উত্তরে টিক দেওয়ার বিকল্পে আজাদ কাশ্মীরের বিকল্প দেওয়া হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরও একটি প্রশ্নে ভারতের মানচিত্রে আজাদ কাশ্মীরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (POK) আজাদ কাশ্মীর বলা হয়েছে ওই প্রশ্নে।

এই মামলা মিডিয়ায় আসার পর মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি সলীনা সিং পদক্ষেপ নিয়ে দুজনকে বরখাস্ত করেছে। সলীনা সিং মিডিয়াকে জানান, দশম শ্রেণীর প্রশ্নে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য দুজনকে বরখাস্ত করা হয়েছে। ওই প্রশ্ন গুলোর একটিতে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা হয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর