ফেরত দিতে হবে সরকারের ৬৫ লাখ টাকা, সমাজবাদী নেতা আজম খানের পুত্রকে নোটিস যোগী সরকারের

বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন সমাজবাদী পার্টির বিধায়ক আবদুল্লাহ আজমের ওপর আরও চাপ বাড়াল যোগী সরকার। বিধায়ক থাকাকালীন সরকারের থেকে তিনি বেতন ও অন্যান্য সরকারি ভাতা বাবদ যে ৬৫ লক্ষ ৮৭ হাজার টাকা পেয়েছিলেন, তা যত শীঘ্র সম্ভব তাঁকে ফেরত দেওয়ার নোটিস দিল উত্তরপ্রদেশ সরকার। সমাজবাদী দলের নেতা আজম খানের পুত্র আবদুল্লাহ ২০১৭ সালের মার্চ থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বিধায়ক ছিলেন।

নিজের মনোনয়ন পত্রে ভুল বয়স দেখানোর জন্য গত জানুয়ারি মাসে আবদুল্লাহের বিধায়ক পদ খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। এই বছরের ফেব্রুয়ারি থেকে বাবা ও রামপুরের সমাজবাদী দলের সাংসদ আজম খান ও মা রামপুরের সমাজবাদী দলের বিধায়ক তাজিন ফাতিমার সঙ্গে জেলে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে।

   

২০১৭ সালের মার্চে সুয়ার তান্দা বিধানসভা এলাকা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন আবদুল্লাহ আজম। কিন্তু তাঁর নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান আকাশ সাক্সেনা নামে এক বিজেপি নেতা। শেষমেশ এই বছর জানুয়ারিতে তাঁর বিধায়ক পদ খারিজের নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বিধানসভার পক্ষ থেকে নির্বাচনে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে আজমকে ছয় বছর নির্বাচনে লড়া থেকে বহিষ্কার করার আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সেই আর্জিতে সম্মতি দিতে পারেন বলেই সূত্রের খবর।

সম্পর্কিত খবর