বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপে বাজল আজান (Azan)! আর এই ঘটনাকে ঘিরেই শুরু হল বিতর্ক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার (Uttarpara) একটি ক্লাবে। দুর্গাপুজোর সন্ধেয় মণ্ডপে কেন আজান বাজবে, এই নিয়ে ক্ষোভ তুলে প্রশ্ন করেছেন অনেকেই। যদিও আবার একাংশের বক্তব্য, দুর্গাপুজো একটি উৎসব। এখানে সব ধরনের মানুষের সামিল হন। তাই এই নিয়ে বিতর্কের কিছু নেই।
জানা গিয়েছে, উত্তরপাড়ার মৌসুমী ক্লাবের সপ্তমী এবং অষ্টমীর সন্ধেয় আজান বাজানো হয়। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ক্লাবের পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এ বছর তাদের পুজোর থিমই হয়েছে সর্ব ধর্ম সমন্বয়। আর সেই থিম বজায় রাখার জন্যই আজানের ধ্বনি বাজানো হয়েছে পুজো মণ্ডপে।
ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, দুর্গাপুজোয় আজান বাজিয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই নিয়ে থানায় অভিযোগ এবং বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা প্রণয় রায়।
যদিও বিজেপির এই অভিযোগে আমল দিচ্ছে না তৃণমূল (TMC)। উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিজেপির কোনও জনসংযোগ নেই। হুগলি জেলায় তৃণমূলের অন্যতম সম্পাদক সন্দীপ দাস বলেন, ‘উত্তরপাড়ায় ১৪০টি পুজো হয়। তারা কোনও পুজো অথবা ক্লাবের সঙ্গে যুক্ত না। তাদের কোনও কাজ নেই, তাই উৎসবের সময় মানুষকে বিরক্ত করতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে।’
উল্লেখ্য, এর আগেও বেলেঘাটার পুজো মণ্ডপে আজান বাজানো নিয়ে বিতর্ক হয়। যার জল গড়ায় আদালত পর্যন্ত। সেই সময় পুজোকর্তারা জানিয়েছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে ওই আজান ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপে।