আজিম প্রেমজির জন্য Wipro-তে চাকরি হয়নি নারায়ণ মূর্তির! তারপর তৈরি হয় Infosys, চমকে দেবে কাহিনী

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (NR Narayana Murthy)। শুধু তাই নয়, তাঁর একটি সাক্ষাৎকার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মূলত, সম্প্রতি নারায়ণ মূর্তি জানিয়েছেন যে কিভাবে ইনফোসিসের জন্ম হয়েছিল।

পাশাপাশি, ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা এটাও জানান যে, তিনি উইপ্রোতে চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে নির্বাচিত করা হয়নি। আর তারপরই তিনি নিজের কোম্পানি গঠন করেন এবং সেটির নাম দেন ইনফোসিস। এমতাবস্থায়, বর্তমানে ইনফোসিস আইটি ক্ষেত্রে উইপ্রোর অন্যতম বড় প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়।

Azim Premji did not give Narayan Murthy a job in Wipro

এই প্রসঙ্গে এই ধনকুবের ব্যবসায়ী CNBC-TV18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান “উইপ্রোর প্রাক্তন চেয়ারম্যান আজিম প্রেমজি পরে আমাকে বলেছিলেন যে আমাকে নিয়োগ না করার সিদ্ধান্তটি একটি ভুল ছিল। পাশাপাশি, তিনি বলেছিলেন যে আমাকে যদি উইপ্রো দ্বারা নিয়োগ করা হত, তাহলে আমাদের দু’জনের জন্য বিষয়টি অন্যরকম হত।”

আরও পড়ুন: তৈরি হচ্ছে স্কাইওয়াক! তার মধ্যেই কালীঘাট মন্দিরের ৩ টি চূড়া বাঁধানো হল সোনা দিয়ে

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮১ সালে এনআর নারায়ণ মূর্তি তাঁর ৬ জন বন্ধুর সাথে ১০,০০০ টাকা দিয়ে ইনফোসিসের প্রতিষ্ঠা করেছিলেন। এই টাকা তিনি নিয়েছিলেন তাঁর স্ত্রী তথা লেখিকা সুধা মূর্তির কাছ থেকে। এদিকে, ২০২৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত, ইনফোসিসের ভ্যালুয়েশন হল ৬.৬৫ লক্ষ কোটি টাকা। অপরদিকে, উইপ্রোর ভ্যালুয়েশন হল ২.৪৩ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: এবার অযোধ্যা সাজবে চন্দননগরের আলোতে! বাংলার আলোক শিল্পীরা পেলেন ২ কোটির বরাত

জানিয়ে রাখি যে, ইনফোসিসের আগে এন আর নারায়ণ মূর্তি সফট্রনিক্স (Softronics) নামে একটি কোম্পানি শুরু করেছিলেন। কিন্তু ওই কোম্পানি সফল না হওয়ায় পরে বন্ধ করে দিতে হয়। নারায়ণ মূর্তি জানান যে, তাঁর স্ত্রী সুধা মূর্তি একবার ইনফোসিস দলের অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি তাঁকে সমর্থন করেননি। যা ভুল ছিল। নারায়ণ মূর্তি বলেন, “তিনি আমাদের সাতজনের চেয়ে বেশি যোগ্য ছিলেন।” উল্লেখ্য যে, সুধা মূর্তিও হলেন একজন ইঞ্জিনিয়ার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর