জন্ম নিয়েই মৃত‍্যু সদ‍্যোজাতর, সন্তানকে হারিয়ে হাহাকার সঙ্গীতশিল্পী বি প্রাকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মন খারাপের দিন বলিউড গায়ক (Singer) বি প্রাকের (B Praak) জন‍্য। মৃত‍্যু হয়েছে সঙ্গীতশিল্পীর সদ‍্যোজাত সন্তানের (Newborn Baby)। জন্মের সময়েই সদ‍্যোজাত শিশুটি মারা যায় বলে জানিয়েছেন বি প্রাক (B Praak)। ভারী হৃদয় নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি।

বি প্রাক লিখেছেন, ‘গভীর যন্ত্রণার সঙ্গে জানাচ্ছি, আমাদের সদ‍্যোজাত সন্তান জন্মের সময়েই মারা গিয়েছে। অভিভাবক হিসাবে সবথেকে যন্ত্রণার সময় এটা আমাদের কাছে। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ‍্যর্মীদের ধন‍্যবাদ জানাই তাদের নিরন্তর প্রচেষ্টার জন‍্য‌। আমরা সকলেই বিধ্বস্ত, অনুরোধ জানাচ্ছি আমাদের প্রয়োজনীয় গোপনীয়তা অবলম্বন করার সুযোগ দিন।’


চলতি বছরের এপ্রিল মাসেই দ্বিতীয় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন বি প্রাক এবং তাঁর স্ত্রী মীরা বচ্চন। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুজনে পরিবারে নতুন সদস‍্য আসার। কিন্তু তার মুখ দেখা আর হল না সঙ্গীতশিল্পীর। দুঃসংবাদে ভেঙে পড়েছেন দম্পতি। পোস্টে কমেন্ট করে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত জগতের শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ ঠা এপ্রিল মীরা বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বি প্রাক। ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান আদাব এর জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষনা করেছিলেন চলতি বছরেই। তার মধ‍্যেই এই দুর্ঘটনা।

https://www.instagram.com/p/Ce04fuYp9Mf/?igshid=YmMyMTA2M2Y=

বলিউডে এই মুহূর্তের সঙ্গীতশিল্পীদের মধ‍্যে বেশ জনপ্রিয় বি প্রাক। বেশ কিছু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি সঙ্গীতপ্রেমীদের। তেরি মিট্টি, রাঞ্ঝা, মন ভরেয়া ২.০, ও সাকি সাকি, জন গণ মন, মানা দিল, কুছ ভি হো যায়ের মতো গান গেয়েছে বি প্রাক।

X