করোনা আমাকে ভালোবাসে, তাই ফের এসেছে, দ্বিতীয় বার করোনাই আক্রান্ত হয়ে বললেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ করোনার করালগ্রাসে এবার একেরপর এক সেলেব থেকে রাজনীতিবিদ। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই গায়ক রাজনীতিবিদ এখন কলকাতায় নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। সঙ্গে তাঁর স্ত্রীও। কারণ তিনিও কোভিড পজিটিভ। বেশ কয়েকদিন আগে কলকাতায় (Kolkata) বিধানসভা নির্বাচনের প্রচার কালে তিনি করোনা আক্রান্ত হন।

এর আগে গতবছর দিল্লিতে থাকাকালীন তিনি প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়া নিয়ে বাবুল জানালেন, তিনি বেশ কয়েকজনকে জানেন যারা দ্বিতীয়বার করোনা (Corona) আক্রান্ত হয়েছেন তাই তিনি আর ভয় পাচ্ছেন না। এমনকি তাঁর শরীরে করোনার তেমন কোনও উপসর্গও নেই বলে জানান। কলকাতার তিনি ও স্ত্রী একই ঘরে নিভৃতবাসে আছেন। বাড়ির অন্যপ্রান্তে দাদু-দিদার সঙ্গে আছে তাঁর ছোট্ট মেয়ে। সবাই আছেন খোশমেজাজে।

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েও খোশমেজাজে বাবুল সুপ্রিয়। ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস

বাবুলের কথায়, করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে স্ত্রীর সাথে থাকা টা হল – ‘যে যেন হাম তুম এক কামরে মে বন্ধ হ্যায়-এর বাস্তব রূপ’। তাঁকে ফোন করে ইতিমধ্যেই শরীরের খোঁজ নিয়েছেন আশা ভোঁসলে। বাবুল বলেন, ‘কোয়ারেন্টাইন যেন পড়ে পাওয়া ছুটির মতো’। জানান, নদীর নিঃস্তব্ধ পরিবেশে বাড়িতে ভালই আছেন। শরীরে মারণ ভাইরাস থাবা বসলেও মনের জোরকে কাবু করতে পারিনি তাঁর।

বাবুল এদিন আরও বলেন যে, কোভিড পজিটিভ হওয়ার ফলে এবারের ভোট (WB Assembly Election 2021) দিতে পারিনি ঠিকই, তবে নির্বাচনী প্রচার পুরোদমে সারতে পেরেছি এটাই যে সান্তনা।’ এদিন এরকমই মজার ছলে বাইরে ভোটের ব্যস্ততা আর বাড়িতে তিনি ফাঁকা বসে একেরপর এক মন্তব্য করে গেলেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে যা ধকল গেছে তার পরে এখন বাড়ি বসে, সঙ্গে রয়েছেন স্ত্রী, আর কি চাই।’


সম্পর্কিত খবর