“বাপ বাপ হোতা হ্যায়” সেই ঘটনার পর শেহবাগকে মাঠের মধ্যেই মারার কথা বললেন আখতার।

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে বীরেন্দ্র শেহবাগ বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ চলাকালীন প্রাপ্তন পাক পেসার শোয়েব আক্তারকে শেহবাগ বলেছিলেন বাপ বাপ হোতা হ্যায়। সেই ঘটনার পর কেটে গিয়েছে অনেক বছর তবুও এখনো সেই ঘটনা পিছু ছাড়ছে না প্রাক্তন পাক পেসার শোয়েব আক্তারের। এখনও মাঝেমধ্যেই আখতারকে সেই ঘটনার কথা মনে করিয়ে দেন অনেকেই।

যদিও এখনো পর্যন্ত সেই ঘটনার কথা অস্বীকার করেন শোয়েব আক্তার। সেইদিন শেহবাগ বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে কোন একটি ম্যাচে আমি 200 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সেই সময় আক্তার বারবার আমাকে বাউন্সার বল করছিল যাতে আমি ওর ফাঁদে পা দিই এবং বাউন্সার বলটি মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসি। কিন্তু আমি সেটা বুঝতে পেরে কিছুতেই আখতারের ফাঁদে পা দিচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে আখতার আমাকে সেদিন স্লেজিং করে। সেই সময় আমি তাকে বলেছিলাম “ও তেরা বাপ খারা হ্যায় ননস্ট্রাইকিং এন্ড পে। উসকো বোল ও মারেগা।”

তার পরের ওভারে শচীনকে বাউন্সার বল করায় শচীন আক্তারকে সপাটে ছক্কা মেরেছিলেন। তার পর শেহবাগ আখতারের কাছে গিয়ে বলেছিলেন “বেটা বেটা হোতা হ্যায়, আউর বাপ বাপ হোতা হ্যায়। পাকিস্তান টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আখতার বলেন ওই রকম কোনো ঘটনা কখনো ঘটেনি। যদি ওই রকম কোন ঘটনা ঘটতো তাহলে আমি মাঠের মধ্যেই শেহবাগকে মারতাম এবং খেলার শেষে হোটেলে গিয়েও তাকে মেরে আসতাম।

সম্পর্কিত খবর

X