হাতির পিঠে বসে যোগা করছিলেন বাবা রামদেব, আচমকাই পড়ে গেলেন নীচে! ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভাইরাল ভিডিও Viral Video- একটি হাতির পিঠে বসে যোগা অভ্যাস করা বাবা রামদেবের (Baba Ramdev) জন্য অশুভ হয়ে দাঁড়াল। কারণ তিনি হাতির পিঠে যোগাভ্যাস করার সময় আচমকাই মাটিতে পড়ে যান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। প্রায় ২২ সেকেন্ডের এই ভিডিও মথুরার রমনরেতি আশ্রমের বলে জানা যাচ্ছে। সেখানে বাবা রামদেব সন্ন্যাসীদের যোগা শেখাচ্ছিলেন। এক সোশ্যাল মিডিয়া ইউজার এই ভিডিওটিকে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

এই ভাইরাল ভিডিওতে বাবা রামদেবকে যোগা করতে দেখা যাচ্ছে। প্রথমে তো সবকিছুই ঠিক ছিল, কিন্তু আচমকা হাতি একটু নড়েচড়ে বসায় বিপত্তি ঘটল। রামদেব হাতির পিঠ থেকে একেবারে সোজাসুজি মাটিতে। যদিও এই দুর্ঘটনায় ওনার বেশি আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। ভিডিওর শেষে বাবা রামদেবকে হেঁটে যেতে দেখা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যোগগুরু বাবা রামদেব সোমবার মহাবন রমনরেতির গুরু শরণানন্দ মহারাজ আশ্রমে পৌঁছেছেন। সেখানে তিনি সন্ন্যাসীদের যোগ বেয়াম শেখাচ্ছেন। শরণানন্দ মহারাজকেও তিনি যোগা শেখান। বাবা রামদেবের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত কিছু ছবিও শেয়ার করা হয়েছে।

X