বাংলাহান্ট ডেস্কঃ অ্যালোপ্যাথি চিকিৎসা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের পর এবার বলি অভিনেতা আমির খানের (aamir khan) একটি ভিডিও শেয়ার করে প্রশ্ন ছুঁড়ে দিলেন বাবা রামদেব (baba ramdev)। অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেজায় সমালোচিত হয়েছেন রামদেব। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরও, কোন মতে নিজের মন্তব্য থেকে টলতে নারাজ যোগগুরু।
বিষয়টা হল- সম্প্রতি একটি অনুষ্ঠানে বাবা রামদেবকে বলতে শোনা যায়, ‘অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি করা। চিকিৎসার নামে এর পেছনে তামশা করা হয়। শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়েই লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যর্থ হয়েছে করোনা যুদ্ধে। রোগের আসল কারণ অনুসন্ধান না করেই, চিকিৎসা করা হচ্ছে’। বাবা রামদেবের এমন মন্তব্যে শোরগোল পড়ে যায় চিকিৎসা মহলে।
শুধু তাই নয়, রামদেবকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। কিন্তু উত্তরে রামদেব জানিয়েছিলেন, ‘গত ২০০ বছরেও অনেক রোগের ওষুধ তৈরি করতে পারেনি অ্যালোপ্যাথি। আর এই অ্যালোপ্যাথি চিকিৎসা যদি এতোটাই ভালো হবে, তাহলে চিকিৎসকরা কেন অসুস্থ হন?’ এইধরনের একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এও বলেন যে, তাঁকে গ্রেফতার করার মত ক্ষমতা কারোর নেই।
এরপরও আইএমএ’র (IMA) জাতীয় প্রধান ডা. জেএ জয়ালাল জানিয়েছিলেন, ‘যোগগুরু রামদেবের সঙ্গে কোন ব্যক্তিগত সমস্যা নেই। শুধুমাত্র নিজের মন্তব্যগুলি প্রত্যাহার করে নিলেই, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে’।
इन मेडिकल माफियाओं में हिम्म्त है तो आमिर खान के खिलाफ मोर्चा खोलें-
वीडियो साभार-स्टार प्लस pic.twitter.com/ZpNT8CSohD
— स्वामी रामदेव (@yogrishiramdev) May 29, 2021
কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন বাবা রামদেব। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় তিনি আমির খানের একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেন। যেখানে অনুষ্ঠানের সঞ্চালক এবং বলি অভিনেতা আমির খানকে দেখা যায় তাঁরা ওষুধের আকাশ ছোঁয়া দাম নিয়ে আলোচনা করছেন। এই ভিডিও পোস্ট করে রামদেব দাবি করেন, ‘এই ‘মেডিকেল মাফিয়া’দের যদি ক্ষমতা থাকে তাহলে তাঁরা আমির খানের বিরুদ্ধেও মামলা করুক’।