‘বাবা সিদ্দিকীর মতো হাল হবে…’, ১০ কোটি চেয়ে হুমকি ইমেল! সলমনের জন্যই বিপাকে জিশান সিদ্দিকী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ বরাবরই ছিল। বিভিন্ন সময়ে একাধিক গ্যাংস্টারদের নাম উঠে এসেছে ইন্ডাস্ট্রিতে। তবে বিগত কয়েক বছর ধরে হুমকির (Death Threat) বাড়বাড়ন্ত শুরু হয়েছে। সলমন খানের মতো অভিনেতারা হুমকি পাওয়ার পাশাপাশি পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা, এনসিপি নেতা বাবা সিদ্দিকীরা খুন হয়েছেন। গত বছরই দশেরার দিন গুলিবিদ্ধ হয়ে খুন হন বাবা সিদ্দিকী। তাঁর মৃত্যুর বছর ঘোরার আগেই এবার হুমকি পেলেন ছেলে জিশান সিদ্দিকী। ডি কোম্পানির তরফে ই মেলে তাঁকে হুমকি (Death Threat) দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক।

বাবা সিদ্দিকীর পর খুনের হুমকি (Death Threat) জিশানকে

গত দুদিন ধরে ক্রমাগত হুমকি ই মেল পেয়ে চলেছেন জিশান সিদ্দিকী, সোমবার সন্ধ্যায় বান্দ্রা পুলিশের তরফে জানানো হয়। জোন ৯ এর ডেপুটি পুলিশ কমিশনার জানান একথা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তিনটি হুমকি (Death Threat) পেয়েছেন জিশান। প্রতিটিই ডি কোম্পানি অর্থাৎ গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের তরফে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুদিন ধরে হুমকি পেলেও তা নিয়ে অভিযোগ করা হয় সোমবার। হুমকি ইমেল গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এক উচ্চপদস্থ কর্তা।

Baba siddique son got death threat

কী বলা হয় ইমেলে: জানা গিয়েছে, গত ১৯ শে এপ্রিল একটি ইমেল আসে জিশানের কাছে। সেখানে ডিসপ্লে পিকচারে একটি বন্দুক আর দুটি গুলির ছবি ছিল। ইমেলে লেখা ছিল, ‘বাবা সিদ্দিকীর এনকাউন্টারের খবরের পর একটি খবর ছড়ানো হয়েছিল যে লরেন্স বিষ্ণোই এর নেপথ্যে রয়েছে। সেটা অন্য কারোর দ্বারা সংঘটিত হয়েছিল, তবে তা এখন অতীত। এখন আমার সুরক্ষার জন্য ১০ কোটি টাকা চাই, তোমার পরিবারের কাছে সময় দু দিন।’ সঙ্গে আরো লেখা হয়, ‘পুলিশকে এর মধ্যে জড়াবে না। তোমার সঙ্গেও এটা হতে পারে, তাই সাবধান থেকো’।

আরো পড়ুন : আলিপুরদুয়ার-বালুরঘাট ভবনে পড়ল তালা, বন্ধ ‘পে টয়লেট’ও, শৌচালয় পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হল না শিক্ষকদের

তদন্ত শুরু পুলিশের: এনসিপি নেতা জানান, তিনি সেই মুহূর্তে ইমেলে পাত্তা না দিলেও তারপর থেকে বারংবার স্মরণ করিয়ে দিয়ে হুমকি (Death Threat) এসেছে। তিনি এও বলেন, আগে তাঁর পরিবার এই ধরণের হুমকিতে (Death Threat) পাত্তা দিত না। কিন্তু বাবা সিদ্দিকীর খুনের পর থেকে সতর্ক থাকতে হয় তাঁদের। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জিশান।

আরো পড়ুন : রাস্তায় শুয়ে শিক্ষকরা, SSC ভবনে এসির আরামে রাত কাটালেন কর্তারা

মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে জিশানের। তাঁর বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনায় আরো একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। সলমনের প্রসঙ্গ টেনে অনেকে প্রশ্ন করেছেন, অভিনেতার সঙ্গে যোগ থাকাতেই কি হুমকির মুখে পড়লেন জিশান? তবে এ বিষয়ে কোনো মন্তব্য এখনো করা হয়নি পুলিশের তরফে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X