বাংলাহান্ট ডেস্ক : বুলগেরিয়ার অতিপ্রাকৃতিক শক্তির অধিকারী বাবা ভাঙ্গাকে (Baba Vanga) অনেকেই চেনেন। দৃষ্টিশক্তিহীন বুলগেরিয়ান এই নারী গোটা বিশ্বে বিখ্যাত তাঁর ভবিষ্যৎবাণীর জন্য। আমেরিকায় জঙ্গি হামলা থেকে শুরু করে ব্রেক্সিট এমনকি প্রিন্সেস ডায়নার মৃত্যু নিয়ে করা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে হুবহু। ২০২৫ সালের জন্যও বাবা ভাঙ্গা করে দিয়েছেন বেশ কিছু ভবিষ্যৎবাণী। সেই ভবিষ্যৎবাণী যদি ফলে যায় তাহলে মানবজাতির বরাতে যে দুঃখ অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।
২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যৎবাণী:
বাবা ভাঙ্গা ২০২৫ সালের জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা ভয় ধরাতে পারে সকলের মনে। তাঁর মতে আগামী বছরই শুরু হতে চলেছে ধ্বংসলীলা। বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ইউরোপে ২০২৫ সালে শুরু হতে চলেছে ভয়ংকর যুদ্ধ। এই যুদ্ধের ফলে একদিকে যেমন প্রচুর মানুষ প্রাণ হারাবেন, তেমনই ক্ষতি হবে সমাজের।
আরোও পড়ুন : ‘উনি সামনে আসলেই শরীরে…’, এত বছর পর অমিতাভকে নিয়ে অকপট রেখা
বেশ কিছু বিদেশী সংবাদ মাধ্যম জানিয়েছে, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী (Prediction) যদি মিলে যায় তাহলে ভ্লাদিমির পুতিন ফের শাসক হিসাবে নির্বাচিত হবেন। সারা বিশ্বে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে রাশিয়া। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বলছে, ২০২৫ সালে পৃথিবীর শেষের শুরু। গোটা মানব সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ৫০৭৯ সালের মধ্যে।
বাবা ভাঙ্গা আরো বলে গিয়েছেন, ২০৪৩ সালের মধ্যে গোটা ইউরোপের শাসনভার থাকবে মুসলিমদের (Muslim) হাতে। গোটা পৃথিবীজুড়ে কমিউনিজমের প্রত্যাবর্তন ঘটবে ২০৭৬ সালের মধ্যে। এমনকি কিংবদন্তি ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুসও বলে গিয়েছেন, ২০২৫ সালে ইউরোপে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। এমনকি জেগে উঠতে পারে বহু পুরনো আগ্নেয়গিরি। হতে পারে বন্যা।