বাংলাহান্ট ডেস্ক : বুলগেরিয়ার (বলকান) বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী অতীতে সত্যি হয়েছে। একের পর এক ভবিষ্যৎবাণী সত্যি হওয়ায় গোটা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। বাবা ভাঙ্গা তাঁর জীবনকালে বহু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তবে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনা। এমনকি ২০২৩ সালের জন্য করা বেশ কিছু ভবিষ্যৎবাণীও সত্যি প্রমাণিত হয়েছে।
বাবা ভাঙ্গার (Baba Vanga) ২০২৫ সাল ও আগামী বছরগুলির জন্য করা বেশ কিছু ভবিষ্যৎ বাণী রয়েছে।
এই ভবিষ্যৎবাণীগুলি শুনলে কেঁপে উঠতে পারে আপনার বুক। ভ্যানজেলিয়া পান্ডেভা গুশতেরোয়া ‘বাবা ভাঙ্গা’ (Baba Vanga) নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ছিলেন বুলগেরিয়ার একজন অন্ধ রহস্যময় ব্যক্তিত্ব। ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে প্রয়াত হন বাবা ভাঙ্গা। ‘বলকানের নস্ট্রাডামাস’ নামে পরিচিত বাবা ভাঙ্গা ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। তারপর থেকে তিনি ভবিষ্যৎবাণী করার আশ্চর্য ক্ষমতার অধিকারী হন।
আরোও পড়ুন : “আর ফিরবে না”, নদীর স্রোতে ভেসে সরাসরি সমুদ্রে গিয়ে পড়লেন যুবক, ভাইরাল ভিডিও দেখে হুঁশ উড়ল নেটিজেনদের
আগামী বেশকিছু দশকের জন্য করে যাওয়া বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অন্যতম হল:
• ২০২৫ সালে ইউরোপে একটি ধ্বংসাত্মক যুদ্ধের ফলে ব্যাপক হারে হ্রাস পাবে জনসংখ্যা।
• ২০২৮ সালে মানব সভ্যতা শক্তির নতুন উৎস সন্ধানে পৌঁছাবে শুক্র গ্রহে।
• ২০৩৩ সালে মেরু প্রদেশের বরফ গলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সমুদ্রপৃষ্ঠ।
• ২০৭৬ সালে গোটা বিশ্বজুড়ে ফিরে আসবে কমিউনিজম।
• ২১৩০ সালে যোগাযোগ সম্ভব হবে বহির্বিশ্বের সভ্যতার সাথে।
• ২১৭০ সালে বিশ্বজুড়ে দেখা দেবে খরা।
• ৩০০৫ সালে যুদ্ধ হবে মঙ্গল গ্রহে।
• ৩৭৯৭ সালে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী।
• ৫০৭৯ সালে শেষ হবে পৃথিবীর জীবন।