নিউজিল্যন্ড ম্যাচের আগেই বড়সড় ঝটকা খেলেন রাহুল, বিরাট! নতুন অস্বস্তি ভারতীয় শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের প্রভাব পরল ভারতীয় খেলোয়াড়দের আইসিসি র‍্যাঙ্কিং তালিকাতেও। নিউজিল্যান্ড ম্যাচের আগেই বড় ঝটকা খেলেন রাহুল-বিরাট। সম্প্রতি আইসিসি তার টি-টোয়েন্টি ব্যাটসম্যান এবং বোলারদের র‍্যাঙ্কিং তালিকা জারি করেছে। এই তালিকায় ভারতীয় খেলোয়াড়দের পিছনে ফেলে এগিয়ে এলেন পাকিস্তানি খেলোয়াড়রা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে অত্যন্ত খারাপ প্রদর্শন করেছিলেন কে এল রাহুল, রোহিত শর্মার। যার প্রভাবে এবার পড়ল র‍্যাঙ্কিং তালিকায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন ঠিকই, কিন্তু তাকেও এবার পেছনে ফেলে দিলেন মোহাম্মদ রিজওয়ান।

৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান তিন ধাপ এগিয়ে কেরিয়ার সেরা চতুর্থ স্থানে পৌঁছেছেন। তালিকায় এখনও প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। তার সংগ্রহে রয়েছে ৮৩১ পয়েন্ট। ভারতের বিরুদ্ধে ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা বাবর আজম রয়েছেন দ্বিতীয় স্থানে। মুহূর্তে তার সংগ্রহে রয়েছে ৮২০ পয়েন্ট, বাবরের ফর্ম দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই মালানকেও পিছনে ফেলে প্রথম স্থানে উঠে আসবেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মারক্রাম। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৪০ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তারই সূত্র ধরে আট ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি।

এই তালিকায় আগে চতুর্থ স্থানে থাকা বিরাট কোহলি এখন রয়েছেন পঞ্চম স্থানে, তার সংগ্রহে রয়েছে ৭২৫ পয়েন্ট। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র তিন রানে আউট হয়ে গিয়েছিলেন কে এল রাহুল। যার জেরে এই র‍্যাঙ্কিং তালিকায় অনেকটাই ক্ষতি হয়েছে তার। এই মুহূর্তে ৬৮৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। ব্যাটসম্যানদের সাথে সাথে অলরাউন্ডার এবং বোলারদের তালিকাও জারি করেছে আইসিসি। অলরাউন্ডার তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান।

বোলারদের তালিকায় প্রথম নয় বোলারই স্পিনার। একদিকে যেমন ন ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা নবম স্থানে পৌঁছেছেন বাংলাদেশের মেহেদী হাসান, তেমনি অন্যদিকে বড় লাভ দিয়েছেন শাহীন শাহ আফ্রীদিও। ১১ ধাপ ওপরে উঠে এই মুহূর্তে ১২ তম স্থানে রয়েছেন তিনি।

 


Abhirup Das

সম্পর্কিত খবর