ডাচদের বিরুদ্ধে ৫, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০, ভারতের বিরুদ্ধে কত করবেন বাবর? ‘নেপাল লাগবে?’ খোঁচা ক্রিকেটপ্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেকেই তাকে তুলনা করতেন বিরাট কোহলির (Virat Kohli) সাথে। কেউ কেউ তাকে প্রাক্তন ভারত অধিনায়কের চেয়েও এগিয়ে রাখতেন। বেশ কয়েক মাস ধরে ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট বা বহুদলীয় টুর্নামেন্টগুলিতে বাবর আজম (Babar Azam) শেষ কবে মনে রাখার মতো কোনো ইনিংস খেলেছেন তা ভেবে মনে করতে পারছে না কেউই।

বিরাট কোহলি গত তিন চার বছর খারাপ ফর্মে ছিলেন। কিন্তু ২০২২ সালের শেষ দিক থেকে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। তারপর থেকে মনে রাখার মত আবার একাধিক ইনিংস খেলতে শুরু করেছেন। কিন্তু তার সঙ্গে প্রতিনিয়ত পাকিস্তানের ক্রিকেট ভক্ত রাজার তুলনা করেছেন সেই বাবর আজম গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে ব্যর্থ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ, চলতি বছরে ওডিআই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে ব্যর্থ এবং এখনও অবধি চলতি বিশ্বকাপেও ব্যর্থ।

babar

পাকিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে অতিরিক্ত ডট বল খেলে চাপ বাড়িয়েছিলেন নিজের দলের ওপর। ১৮ বল খেলে ৫ রান করে আউট হন তিনি। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমে ১৫ বল খেলে একটি চার সহ করলেন মাত্র ১০ রান। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত শত রান করার পর থেকে বাবরের ব্যাটে রানের খরা চলেই যাচ্ছে।

আরও পড়ুন: “এই মাংস খাচ্ছে বলেই”, কোহলিকে ভুল প্রমাণ করে ভারতীয় পেসারদের উন্নতির আজব তত্ত্ব আফ্রিদির

শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল আর কিছুক্ষণ পরেই প্রকাশ্যে চলে আসবে। মহম্মদ রিজওয়ান ও আবদুল্লা শফিক লড়াই করছেন। কিন্তু যেভাবে প্রতি ম্যাচে ভুল সময় আউট হয়ে দলের ওপর চাপ বাড়াচ্ছেন বাবর তারপর তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত নেবে BCCI! শুভমান গিলের পরিবর্ত হিসাবে সম্প্রতি শতরান করা এই তারকাকে চান রোহিত

ভারতীয় দল কাল আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচে জয় তুলে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি সেরে রাখতে চাইবেন বিরাট কোহলিরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দলের পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত ১ লক্ষ ভারতীয় সমর্থকদের তৈরি শব্দব্রহ্মের বিরুদ্ধেও লড়তে হবে পাকিস্তানকে। তাদের অধিনায়ক যদি ছন্দে না থাকেন তবে ব্যাপারটা খুবই কঠিন হয়ে পড়বে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর