প্রথম ম্যাচেই হাস্যকর ভুল! বাবর শতরান করলেও ফের গোটা বিশ্বের কাছে হাসির পাত্র হলো পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি এশিয়া কাপের (2023 Asia Cup) প্রথম ম্যাচে দুর্বল নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে নবাগত দলটির বিরুদ্ধে যে পাকিস্তান দাপুটে পারফরম্যান্স করবে, এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু নেপাল প্রথমে বোলিং করতে নেমে শুরুর দিকের ওভারগুলিতে পাকিস্তানকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল।

মাত্র ৩৭ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হককে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছিল নেপাল। কিন্তু সেখান থেকে পাকিস্তানের হাল ধরেন বাবর আজম। তাকে যোগ্য সঙ্গ দেন মহম্মদ রিজওয়ান। এরপর ৬ নম্বরে ব্যাট করতে এসে ইফতিকার আহমেদের ঝোড়ো শতরান পাকিস্তানকে নির্ধারিত ৫০ ওভারের শেষে পৌঁছে দেয় রান অবধি।

কিন্তু আজ ম্যাচে একটি হাস্যকর ঘটনা ঘটেছে। অতীতে পাকিস্তান দল মাঠের মধ্যে নানান রকম হাস্যকর কাণ্ড করায় ক্রিকেট বিশ্বের শিরোনামে জায়গা করে নিয়েছে বারবার। আজও তেমনি একটি ভুল দেখা গিয়েছে এক পাকিস্তানি ক্রিকেটারের ব্যাটিং এর সময় যা সাধারণত স্কুল ক্রিকেটেই দেখা যায়।

মহম্মদ রিজওয়ান আজ ব্যক্তিগত ৪৪ রানে ব্যাটিং করার সময় একটি শর্ট রান নিতে গিয়ে নিজের ব্যাট ক্রিজে ঠেকিয়ে রাখতে ভুলে নজর রাখছিলেন ফিল্ডারের দিকে। সেই ভাবেই তিনি রান আউট হন এবং ফের একবার সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ট্রোলিংয়ের বন্যা।

রিজওয়ান run out

আরও পড়ুন: এই কারণে বিশ্বকাপ জিতবে না ভারত! নিজেই BCCI-কে জানিয়ে দিলেন রোহিত শর্মা

তবে সেই সব ঘটনাকে ছাপিয়ে আজ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ১৩০ হলে খেলা ১৫১ রানের ইনিংসটি যেন এশিয়া কাপের রিংটোন সেট করে দিয়ে গেল। এটি ছিল ৫০ ওভারের ফরম্যাটে বাবরের ১৯ তম শতরান। যদিও শতরান করার পরে তার ক্যাচ ফেলে একবার তাকে নতুন জীবন দিয়েছিল নেপাল। আর মাত্র দুটি শতরান করলেই তিনি পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ওডিআই শতরানের মালিক হয়ে যাবেন। ভারতীয় সমর্থকরা আশা করবেন যে ভারতের বিরুদ্ধে এমন ছন্দে পারফর্ম যেন না করতে পারেন বাবর।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর