ছেলের নেতৃত্বে ভাঙলো লজ্জার রেকর্ড, স্টেডিয়ামে বসেই কেঁদে ফেললেন বাবরের বাবা আজম সিদ্দিকী

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের রবিবাসরীয় মহাযুদ্ধে প্রথমবার পাকিস্তানের কাছে হার স্বীকার করতে হয়েছে ভারতকে। ম্যাচের প্রথম থেকেই গতকাল চূড়ান্ত রকম ব্যাকফুটে ছিল ভারত। বিশেষত নিজের প্রথম স্পেলেই শাহীন আফ্রীদি হিটম্যান এবং কে এল রাহুলকে ফিরিয়ে দেবার পর থেকে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যায় ভারতের। এরপর সেভাবে দলের সঙ্গ দিতে পারেননি সূর্য কুমার যাদবও। ঋষভ এবং অধিনায়ক কোহলি মিলে ভারতকে কিছুটা ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু পাকিস্তানের সামনে ১৫২ রানের টার্গেট কাল মোটেই যথেষ্ট ছিল না।

ব্যাট হাতে মাঠে নেমে সে কথাই প্রমাণ করে দেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে বিনা উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটে মুহূর্তে এক ভয়ংকর দুঃসময়ের মধ্য দিয়ে চলেছিল। একের পর এক দল তাদের দেশে যেতে অস্বীকার করার পর বিশ্বকাপই ছিল তাদের জন্য একমাত্র বড় লড়াইয়ের ময়দান, যেখানে ফের একবার নিজেদের প্রমাণ করতে হত পাক ক্রিকেটকে।

কাল নিজেদের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়ানোর আদর্শ দৃষ্টান্ত স্থাপন করলেন বাবর আজম এবং তার দল। ব্যাট হাতে এদিন মাত্র ৫২ বলে হাফ ডজন বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৬৮ রানের দুরন্ত অধিনায়কোচিত ইনিংস উপহার দেন বাবর নিজেই। একইসঙ্গে ছটি চার এবং তিনটি ছয় দিয়ে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিজওয়ানও। ম্যাচ জয়ের পর দেখা গেল এক অদ্ভুত ঘটনা। স্টেডিয়ামে বসেই আনন্দে কেঁদে ফেললেন এক দর্শক।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামে বসেই ম্যাচের পর কাঁদছেন এক দর্শক। পাকিস্তানি সমর্থকরা চোখ মুছে দিচ্ছেন তার। জানা গিয়েছে ইনি আর কেউ নন, ইনি পাক অধিনায়ক বাবর আজমের বাবা আজম সিদ্দিকী। পাকিস্তানের এই অসাধারণ জয়ের পর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। কারণ বিশ্বকাপে এই প্রথম বার রেকর্ড ভাঙলো পাকিস্তান। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১২ বার হারের পর এই প্রথমবার জয় পেল তারা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর