অফফর্মে থাকা কোহলিকে মন ছুঁয়ে যাওয়া বার্তা বাবর আজমের, শুনলে অবাক হবেন খোদ বিরাটও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে নেই কোনো আন্তর্জাতিক শতরানে। শতরান না পেলেও একটা সময় অবধি ব্যাট হাতে ভালোই পারফরম্যান্স ছিল তার। কিন্তু সাম্প্রতিক কালে যেন ভালো ক্রিকেট খেলতেই ভুলে গিয়েছেন বিরাট। ক্রিজে এসে থিতু হওয়ার আগেই উল্টোপাল্টা শট খেলে আউট হচ্ছেন। নিজের পুরনো ভুলগুলোকে শুধরে নিচ্ছেন না। তাকে নিয়ে খুবই চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

<span;>গতকাল ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে দলে ফিরেছিলেন বিরাট। প্রথম একদিনের ম্যাচে কুঁচকিতে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। কাল যখন ব্যাট করতে নামেন তখন ফর্মে থাকা রোহিত শর্মাকে (Rohit Sharma) শূণ্য রানে হারিয়ে বেকায়দায় ভারত। তিনি ক্রিজে থাকাকালীন শিখর ধাওয়ান (Shikher Dhawan) মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। বিরাট কোহলির সামনে সুবর্ণ সুযোগ ছিল নিজের অফ ফর্মের ধারা কাটিয়ে ভারতকে জয়ের গন্তব্যে পৌঁছে দেওয়ার। শুরুটাও মন্দ করেননি। কিন্তু ১৬ রানের মাথায় বাঁহাতি পেসার ডেভিড উইলির আউট সুইংয়ে ফের একবার খোঁচা দিয়ে বাটলারের গ্লাভসে ধরা পড়েন তিনি। ফের একবার মোহভঙ্গ হয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

Screenshot 20220715 113220 Twitter

<span;>এরপর টুইটারে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে একটি মন্তব্য করেন বর্তমান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। মুহুর্তের মধ্যেই তার ওই মন্তব্যটি ভাইরাল হয়েছে। সেই টুইটে বাবর আজম, বিরাট কোহলির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তার পাশে দাঁড়িয়েছেন লেখক বলেছেন “এই খারাপ সময় কেটে যাবে। ভরসা রাখুন।” এরপরই বাবর আজম কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার সমস্ত অনুরাগীরা।

<span;>প্রসঙ্গত তৃতীয় ওয়ানডে ম্যাচের পর কোহলিকে দীর্ঘদিন ক্রিকেটের আঙিনায় দেখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজ বা টি-টোয়েন্টি সিরিজ কোনোটাতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। খুব সম্ভবত এশিয়া কাপেই মাঠে ফিরবেন বিরাট। এশিয়া কাপে ২৮শে আগস্ট মুখোমুখি হওয়ার কথা ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan)। সে ক্ষেত্রে ফের একবার সামনাসামনি সাক্ষাৎ হবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান পাকিস্তানের অধিনায়কের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর