বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে বিরাট বাহিনীকে বড় ধাক্কা দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। একই সঙ্গে এই ম্যাচে দুর্দান্ত ৬৮ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। তার এই অসাধারণ পারফর্ম্যান্সের জেরে একটি উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান। এর আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির নিরিখে বিরাটকে টেক্কা দিয়েছিলেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিমধ্যেই নিজের ষষ্ঠ সেঞ্চুরি করে ফেলেছেন পাক অধিনায়ক। এক্ষেত্রে এখনও অব্দি বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৫।
এবার ক্যাপ্টেন হিসেবেও বিরাটকে ফের টেক্কা দিলেন বাবর আজম। ক্যাপ্টেন হিসেবে রান মেশিন কোহলির টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে। মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলার সাথে সাথেই সেক্ষেত্রেও বিরাটকে টপকে গেলেন পাক অধিনায়ক। এখন অধিনায়ক হিসেবে তার ঝুলিতে রয়েছে মোট ১৪ টি হাফ সেঞ্চুরি। একই সঙ্গে নিজেদের গ্রুপ লীগের সমস্ত ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল পাকিস্তানও।
বাবর যে শুধু হাফ সেঞ্চুরিতে বিরাটকে টেক্কা দিয়েছেন তাই নয়, টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান সংগ্রাহক হিসেবেও বিরাট কোহলি এবং কেন উয়িলিয়ামসনদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। শুধুমাত্র এই ২০২১ ক্যালেন্ডার বর্ষে তিনি সংগ্রহ করেছেন ১০০৭ রান। এর আগে এই রেকর্ড তালিকায় শীর্ষস্থানে ছিলেন কেন উয়িলিয়ামসন। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৯৮৬ রান সংগ্রহ করেছিলেন তিনি। এর পরের স্থান ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ২০১৬ সালে এক ক্যালেন্ডার বর্ষে তিনি যেমন সংগ্রহ করেছিলেন ৯৭৩ রান তেমনি ২০১৯ সালে তিনি সংগ্রহ করেছিলেন ৯৩০ রান।
বাবরকে পেরিয়ে যাবার সামান্য সুযোগ অবশ্য কোহলির কাছে আজও থাকছে, কারণ বুধবার ভারত মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের সেই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেই বাবরকে ফের একবার পেরিয়ে যেতে পারবেন রান মেশিন।