বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে করাচির মাটিতে আরম্ভ হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে এই টেস্ট সিরিজ পাকিস্তানের কাছে সম্মান পুনরুদ্ধার করার। বেন স্টোকসদের আগ্রাসী ক্রিকেটে সামনে দাঁড়াতেই পারেননি বাবর আজমরা। তাই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ঘরের মাঠেতে সিরিজ জিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ফলে সিরিজ হারের যন্ত্রণা ঘোচাতে চান তারা।
কিন্তু সেই লক্ষ্যে মাঠে নেমে শুরু থেকে বেশ কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান। করাচিতে প্রথম টেস্টে টসে জিতে বাবর আজম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাদের পরিকল্পনার সঠিকভাবে বাস্তবায়ন হয়নি শুরুর দিকে। মাত্র ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান।
কিন্তু চলতি বছরের নিজের চতুর্থ টেস্ট শতরানটি করে পাকিস্তানকে টানছেন বাবর আজম। আজ ছক্কা মেরে নিজের টেস্ট কেরিয়ারের নবম শতরানটি সম্পূর্ণ করেছেন পাকিস্তান অধিনায়ক। তার সঙ্গে ভালো ব্যাটিং করছিলেন সরফরাজ আহমেদ। কিন্তু দিনের শেষে ৮৬ রান করে তিনি এজাজ প্যাটেলের শিকার হয়েছেন।
বাবর আজম আজকের এই দুর্দান্ত শতরানটি করার পর টেস্ট ফরম্যাটে গড়ের দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি ও জো রুটকে। ১৭৭টি ইনিংসে ২৭টি শতরান সহ ৮১১৯ রান করা বিরাট কোহলির টেস্ট গড় বাংলাদেশ সিরিজের পর নেমে গিয়েছে ৪৮.৯০-তে। আজকের ইনিংসের পর ৮২ ইনিংসে ৯টি শতরান করা বাবরের গড় হয়েছে ৫০.২৭*। দিনের শেষে ১৬১ রানে অপরাজিত পাক অধিনায়ক। পাকিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ৩১৭।
গড়ের বিচারে এইমুহূর্তে অবসর না নেওয়া এবং অন্তত ২০টি টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যে ৪ নম্বরে রয়েছেন বাবর। তার আগে রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ (৬০.৪১), মার্নাস লাবুশানে (৬০.০৩) ও কেন উইলিয়ামসন। প্রাক্তন কিউয়ি অধিনায়কও বাবরের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন। ৮৯ টেস্টে ২৪ শতরান করা উইললিয়ামসনেট গড় এইমুহূর্তে ৫২.৬২।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই