ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভয়ঙ্কর! নেপালকে চূর্ণ করে ভারতকে বার্তা দিয়ে রাখল পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুরুটা করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং ইফতিকার আহমেদ। বল হাতে শেষ করলেন শাদাব খান। এশিয়া কাপের (2023 Asia Cup) প্রথম ম্যাচে নেপালকে নিয়ে ছেলেখেলা করে ২৩৮ রানের ব্যবধানে জিতলেন শাহীন আফ্রিদিরা। ২রা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহলি রোহিত শর্মাদের একটি কড়া বার্তা পাঠিয়ে রাখলেন পাকিস্তানের ক্রিকেটাররা।

আজ বল হাতে অসাধারণ বোলিং করেছেন পাকিস্তানের তিন পেসার শাহিনা আফ্রিদি, নাসিম শাহ এবং হ‍্যারিস রাউফ। তাদের সুইমিং এবং পেসের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে নেপালের ব্যাটারদের। প্রথম ওভারেই ২ উইকেট তুলে রান তাড়া করতে না আমার নেপালের ধ্বংসের শুরুটা করে দিয়েছিলেন আফ্রিদি। নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছিলেন নাসিমও। হ্যারিসের পেসের সামনে রীতিমতো পা কাঁপছিল নেপালের ব্যাটারদের।

এরপর পাকিস্তানের পেসাররা নেপালের টপ অর্ডার ধ্বংস করে দেওয়ার পর তাদের ইনিংস শেষ করার দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন লেগস্পিনার শাদাব খান। তার ঘুর্ণিতে নাস্তানাবুদ হয়ে যায় নেপালের লোয়ার অর্ডার। ম্যাচে ৪ উইকেট নেন তিনি। ২ টি করে উইকেট নিয়েছেন রাউফ এবং আফ্রিদি। এক উইকেট এসেছে নাসিমের ঝুলিতে।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই সুপারহিট বাবর! এশিয়া কাপের মঞ্চে ভাঙলেন কোহলির বিরাট রেকর্ড

তার আগে টসে হেরে প্রথমে বোলিং করতে নেমে শুরুটা খারাপ করেনি নেপাল। মাত্র ৭ ওভারের মধ্যে পাকিস্তানের রান রেট আটকে দুই ওপেনারকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন তারা। কিন্তু বাবর আজম এবং মহাম্মদ রিজওয়ানের জুটি পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করে। নিজের দোষে রিজওয়ান আউট হয়ে যান ৪৪ রানের ব্যক্তিগত স্কোরে। কিন্তু বাবর ধৈর্য ধরে ফ্রিজে পড়েছিলেন।

আরও পড়ুন: এই কারণে বিশ্বকাপ জিতবে না ভারত! নিজেই BCCI-কে জানিয়ে দিলেন রোহিত শর্মা

class babar

ইফতিকারকে সঙ্গে নিয়ে শেষের দিকের ওভারগুলোতে ব্যাট হাতে তান্ডব করেন বাবর। ৬৭ বলে নিজের শতরান সম্পূর্ণ করেছিলেন ইফতিকার। বাবর আজম ১৩১ বলে করেন ১৫১ রান। শতরান সম্পূর্ণ করার পর তিনি ২০০-র বেশি স্ট্রাইক রেট ব্যাটিং করেছিলেন। তাদের দুজনের ব্যাটে ভর করে নেপালের সামনে ৩৪৩ রানের টার্গেট রেখেছিল পাকিস্তান। কিন্তু সেই টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারেনি অনভিজ্ঞ নেপাল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর