সেরা একাদশ বেছে নিলেন বাবর আজম, পাকিস্তানের থেকে বেশি ভারতীয়দের দিলেন স্থান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজম টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য তার সেরা ভারত-পাকিস্তান যৌথ একাদশের নাম ঘোষণা করেছেন। তবে তার এই দলে ছিল একটা সারপ্রাইজ। তার দলে তিনি ৬ জন ভারতীয় ক্রিকেটারের নাম রেখেছেন। এরপরে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৫। তার একাদশে ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি, তবে বাবর নিজের ছাড়া অন্য একজন পাকিস্তানি ক্রিকেটারের নামও রেখেছেন ব্যাটারদের লিস্টে।

একটি সাক্ষাৎকারে হর্ষ ভোগলের সাথে কথা বলার সময়, বাবর আজম টি টোয়েন্টির জন্য ভারত ও পাকিস্তান দলের যৌথভাবে তার সেরা একাদশ প্রকাশ করেছিলেন। বাবর তার এই একাদশে ওপেনার হিসাবে জায়গা দিয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মাকে। এছাড়াও, প্রাক্তন ভারতীয় টি টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি-কে তিন নম্বরে এবং অভিজ্ঞ পাক অলরাউন্ডার শোয়েব মালিক কে চার নম্বরে রেখেছেন।

   

virat kohli babar azam 1

দেশের হয়ে টি টোয়েন্টি রেকর্ড খুব ভালো না হলেও বাবর আজম ভারতীয় কিংবদন্তি ধোনিকে দলের উইকেটরক্ষক হিসাবে রেখেছেন। যেখানে শোয়েব মালিকের পরে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়াও আজমের তালিকায় জায়গা করে নিয়েছেন। স্পিন বিভাগে রয়েছে ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। পেসার হিসাবে জায়গা দিয়েছেন যশপ্রীত বুমরা-কে। সম্পূর্ণ একাদশটি নীচে তুলে ধরা হলো।

1. রোহিত শর্মা
2. বাবর আজম
3. বিরাট কোহলি
4. শোয়েব মালিক
5. এমএস ধোনি (উইকেট রক্ষক)
6. হার্দিক পান্ডিয়া
7. শাদাব খান
8. কুলদীপ যাদব
9. শাহীন আফ্রিদি
10. মহম্মদ আমির
11. যশপ্রিত বুমরা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর