“আবার ফিরবো”, মন্তব্য বাবরের! “কবে?” প্রশ্ন ভক্তদের, দেওয়া হচ্ছে সিকান্দার রাজাকে দেখে শেখার পরামর্শও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছে পাকিস্তানি ক্রিকেট দল। গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা তাদের ব্যঙ্গ করছেন এবং পাকিস্তানি ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। যেভাবে খাতায়-কলমে অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের দলকে আজকে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে দেখেছেন পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা তা একেবারেই মেনে নিতে পারছেন না তারা।

zimbabwe beat pakistan

একপ্রকার বলা যায় জেতা ম্যাচ নিজেদের হাত থেকে ছু‍ঁড়ে ফেলে দিয়ে এসেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। আজ ম্যাচের শেষ তিন বলে জেতার জন্য প্রয়োজন ছিল তিন রানের। হাতে ছিল চারটি উইকেট। ক্রিজে ছিলেন একজন সেট ব্যাটার। তারপরেও একরানের ব্যবধানে পাকিস্তান ম্যাচ হাতছাড়া করেছে। একটি নামই ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে এটা যে কতটা লজ্জার ব্যাপার, সেটা ভালোই উপলব্ধি করতে পারছেন পাক সমর্থকরা।

ম্যাচ এরপর সাংবাদিক সম্মেলনে এসে হতাশ গলায় বাবর আজমকে বক্তব্য রাখতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, “আমরা সবাই আবার একসাথে বসবো। আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সেই অনুযায়ী সঠিক পরিশ্রম করব এবং সময়মত প্রত্যাবর্তন করবো।”

কিন্তু এমন কথায় বলছেন না পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। তারা প্রশ্ন তুলছেন যে আর কবে নিজের ভুল থেকে পুরোপুরি শিক্ষা নিয়ে সেরা ক্রিকেটটা খেলতে শিখবে পাকিস্তান ক্রিকেট দল! যেভাবে পাকিস্তানের মিডিল ওরডার এর একটা বড় অংশ প্রতি ম্যাচে অসহায় ভাবে আত্মসমর্পণ করছে তা কোনও বড় ক্রিকেট খেলিয়ে দেশের কাছ থেকে একেবারেই প্রত্যাশিত নয়, এমনটা মনে করছেন সমর্থকরা।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাবর আজমদের জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে দেখে কিছু শেখার পরামর্শ দিচ্ছেন। গোটা প্রথম রাউন্ড এ জিম্বাবোয়ের প্রতিটি ম্যাচে এবং আজ পাকিস্তানের বিরুদ্ধেও নিজের পারফরম্যান্স দিয়ে সতর্কদের উদ্বুদ্ধ করেছেন এই তারকা ক্রিকেটার। আজও নিজের ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তান দলে এমন কাউকে কেন দেখা যাচ্ছে না সেই নিয়ে আফসোস প্রকাশ করেছেন ভক্তেরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর