বিশ্বকাপে পাকিস্তানের মুখ পুড়িয়ে দেশে ফিরেছেন! কোহলির রূপকথা লেখার দিনে নেতৃত্ব ছাড়লেন বাবর আজম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) যতটা ভালো পারফরম্যান্স করেছে ঠিক ততটাই হতাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে কোনও বিশ্বকাপে প্রথম পাকিস্তান পাঁচটি ম্যাচ হারার রেকর্ড করেছে। এই হারের সমস্ত ডায়নি যে কাঁধে নিয়ে এবার পাকিস্তান ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে যখন সোশ্যাল মিডিয়া এই ঘোষণা করলেন বাবর। তিনি জানিয়েছেন তার কাছে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা একেবারেই সহজ ছিল না। কিন্তু এই সময়টাই তার কাছে অধিনায়কত্ব ছাড়ার জন্য সঠিক বলে মনে হয়েছে।

   

বাবর আরও জানিয়েছেন যে তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার বা কোনও একটি ফরম্যাট থেকে খেলা ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় দিয়ে আনছেন না। তিনি ফরম্যাটেই একজন ব্যাটার হিসেবে তিনি খেলে যাবেন। অনেকেই আশা করছেন যে পথে না করতে ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলির মতই তিনিও হয়তো নিজের সেরা ছন্দটা খুঁজে পাবেন।

আরও পড়ুন: ধোনিকে নকল করতে গিয়ে ছড়িয়ে ফেললেন পাকিস্তানের এই ক্রিকেটার! হলেন হাসির পাত্র

২০১৯ সালের প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অধিনায়কত্বের ব্যাপারে আবেদন করেছিল এবং তুমি সেই আবেদনে সাড়া দিয়েছিলেন সেই কথাও তিনি নিজের অধিনায়ক হিসেবে দেওয়া বিদায় বার্তায় উল্লেখ করেছেন। তবে তার অভিনয় করতে পাকিস্তান ক্রিকেটের যেটুকু ভালো হয়েছে সেটাকে দলের খেলোয়াড় কোচ এবং কোচিং স্টাফদের সম্মিলিত প্রয়াসের ফল বলে যেন মনে করছেন।

আরও পড়ুন: প্রথম ৫ ওভারের মধ্যেই বিশ্বরেকর্ড রোহিতের! নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিলেন হিটম্যান

তারপরে অধিনায়ক কে হবে সেই ব্যাপারে পৃথিবী এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বাবার আজম জানিয়েছেন যে নিজের নেতৃত্ব ছাড়ার পরেও তার ভূমিকাটা একই থাকবে দলে। নতুন অধিনায়ক হবেন তাকে তিনি সব রকম ভাবে সাহায্য করবেন বলে উল্লেখ করে দিয়েছেন তারকা পাক ক্রিকেটার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর