বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে ৫ নভেম্বরের জন্য অপেক্ষা করে থাকেন। কারণ, এই বিশেষ দিনটিতেই তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। প্রতি বছর, কোহলির জন্মদিনে, তাঁর অগণিত ভক্তরা তাঁকে বিভিন্ন উপায়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য যে, বর্তমান সময়ে বিরাট কোহলি হলেন এমন একজন কিংবদন্তি খেলোয়াড় যাঁর নামে একাধিক দুর্ধর্ষ রেকর্ড রয়েছে।
বিরাটের (Virat Kohli) জন্মদিনে নজির গড়লেন বাবর আজম:
যদিও, কোহলির জন্মদিনেই তাঁর একটি রেকর্ড ছিনিয়ে নিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। শুধু তাই নয়, একটি পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে তিনি টেক্কা দিয়েছেন কোহলিকেও (Virat Kohli)। আর এই বিষয়টিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য।
#HappyBirthdayVirat : A Little Surprise For You From #BabarAzam.#BabarAzam Overtakes #ViratKohli As Streak Of Most Days Spent As No 1 ODI Batsmen In The World.
Babar Azam Overtakes Both Virat Kohli And Michael Bevan And Grabbed 2nd Spot With No 1 Sir Viv Richerds. pic.twitter.com/lEE95ldeQH
— Babarography 56 (@HaroonRaso94849) November 5, 2024
জানিয়ে রাখি যে, ৫ নভেম্বর অর্থাৎ, মঙ্গলবার বিরাট কোহলি (Virat Kohli) তাঁর ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার শোচনীয় পরাজয় এবং তাতে বিরাটের খারাপ পারফরম্যান্স এবার তাঁর জন্মদিনের উৎসাহকে কিছুটা কমিয়ে দিয়েছে। তা সত্বেও, এই তারকা ক্রিকেটারের জন্য কোহলির ভক্তদের মধ্যে যথেষ্ট ভালোবাসা এবং উৎসাহ রয়েছে। যা সোশ্যাল মিডিয়াতেও স্পষ্টভাবে দৃশ্যমান। তবে, কোহলির জন্মদিনে এক পাকিস্তানি ইউজার এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা বিরাটের ভক্তরা পছন্দ করেননি।
আরও পড়ুন: রোহিত শর্মার পর কে হবেন ভারতের টেস্ট দলের অধিনায়ক? নাম জানলে হয়ে যাবেন “থ”
কোহলিকে টেক্কা দিলেন বাবর: আসলে বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন উপলক্ষ্যে র্যাঙ্কিংয়ে কোহলির একটি বিশেষ রেকর্ড ভাঙলেন বাবর আজম। ICC ODI ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি দিন কে প্রথম স্থানে রয়েছেন তা নিয়েই এই রেকর্ড। এখনও পর্যন্ত এশিয়ান ব্যাটারদের মধ্যে এই রেকর্ডটি বিরাটের নামে ছিল। যিনি মোট ১,২৫৮ দিন ODI ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার ছিলেন। তবে, এখন বাবর তাঁকে পেছনে ফেলেছেন। শুধু তাই নয়, বাবর এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কাটিয়েছেন ১,২৬০ দিন। তবে, একটি বড় পার্থক্য হল যে বিরাট এই ১,২৫৮ দিনগুলি একনাগাড়ে প্রথম স্থানে ছিলেন। অপরদিকে, শুভমান গিল এই তালিকায় শীর্ষে পৌঁছনোর পর বাবর আজমকে কয়েকদিনের জন্য প্রথম স্থান থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে দেশের ১৫ টি ব্যাঙ্কের হবে মার্জার! আপনার কি রয়েছে অ্যাকাউন্ট?
বাবরের দাপট বজায় থাকবে: সামগ্রিক রেকর্ডের কথা বললে, বিরাট কোহলি (Virat Kohli) এই পরিসংখ্যানে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও এখন তিনি চতুর্থ স্থানে পৌঁছেছেন। তবে, এই রেকর্ডটি এখনও ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ব্যাটার ভিভ রিচার্ডসের নামে রয়েছে। যিনি এই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন (১,৭৪৮ দিন)। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বাবর এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় মাইকেল বেভান (১,২৫৯ দিন) তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে, বাবর আজম আগামী কয়েকদিন এই অবস্থানে থাকতে পারেন। কারণ, তিনি বর্তমানে পাকিস্তান দলের সাথে অস্ট্রেলিয়ায় একটি ODI সিরিজ খেলছেন। অপরদিকে, টিম ইন্ডিয়া ২০২৫ সালের জানুয়ারির আগে কোনও ODI ম্যাচ খেলবে না।