বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকালকার দিনে একজন ক্রীড়াবিদ বা চলচ্চিত্র অভিনেতা শুধুমাত্র নিজের কাজটি নির্ভুলভাবে করলেই তার দায়িত্ব শেষ হয় না। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সবসময় এই সেলিব্রিটিদের অনুসরণ করতে চান। তাই অনেক সেলিব্রেটি নিজের কাজ দক্ষভাবে সামলানোর পাশাপাশি বেশকিছু আদব-কায়দা নিখুঁত করে তোলার চেষ্টা করেন যাতে তাদের যারা অনুসরণ করেন যেন ওই সেলিব্রেটির কাজের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও ভক্ত হয়ে ওঠে।
এই কাজগুলি অনেকেই হয়তো প্রয়োজনীয় মনে করেন না আর তাদের কথার হয়তো যুক্তিও রয়েছে। কিন্তু এখনকার দিনে সাধারন মানুষদের সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশ করা থেকে কোনোভাবেই আটকে রাখা যায় না। সকলেই যে উদারপন্থী হবেন এবং একজন মানুষকে তার ক্ষেত্রের দক্ষতা দিয়ে বিচার করবেন এমনটা হয় না। সেই শিক্ষাটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবার আজাম। ইংরেজিতে সাক্ষাত্কার দিতে গিয়ে প্রতিনিয়ত ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি।
এইমুহূর্তে নেদারল্যান্ডসের মাটিতে ওডিআই সিরিজ খেলছে পাকিস্তান দল। তারপরেই এশিয়া কাপে অভিযান শুরু করবে তারা। তিন ম্যাচের ওডিআই সিরিজের দুটি ম্যাচ ইতিমধ্যেই জিতে নিয়েছে পাকিস্তান। দুটি ম্যাচই স্বাভাবিকভাবেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন অধিনায়ক বাবর আজম। দুটি ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। তাহলে কোন সমস্যা ছিল না কিন্তু তারপর ম্যাচের পর সাক্ষাৎকার দিতে গিয়েই ঘটে বিপত্তি।
Even Sarfaraz used to speak better english than Babar Azam😂 pic.twitter.com/mvK4S701J3
— Vaibhav Ingale (@itzvri45) August 18, 2022
বাবর আজম যে ঢঙে বা উচ্চারণে ইংরেজি বলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের মধ্যে হাসির রোল ওঠে। অনেক পাকিস্তানি ক্রিকেট ভক্ত বলেছেন যে আগেও তাদের অধিনায়করা ভালো ইংরেজি বলতে পারতেন না। কিন্তু প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি সরফরাজ আহমেদ যেটুকু ইংরেজি বলছেন তার চেয়েও অত্যন্ত বাজে ইংরেজি বলছেন বাবর আজম। যদিও বাবার আজাম নিজেই সব নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি আপাতত প্রস্তুতি নিচ্ছেন আসন্ন এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের।