মোদীর দর্শকদের সামনে নতুন ইতিহাস লিখবো! ভারত-পাক ম্যাচের আগে রোহিতকে হুমকি বাবরের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিল (Shubman Gill) কি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে মাঠে নামতে পারবেন? এই প্রশ্নটা যেন বিশ্ব ক্রিকেটের হট কেক হয়ে দাঁড়িয়েছিল গত কয়েক ঘণ্টা ধরে। রোহিত শর্মাকে (Rohit Sharma) এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বারবার। বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম দুই ম্যাচে ডেঙ্গু সংক্রমণের কারণে মাঠে নামতে পারেন যে শুভমান গিল। সেপ্টেম্বর মাসে অর্থাৎ বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে ছিলেন এবং সেই জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি আইসিসির (ICC) কাছ থেকে। তার সামনে সুবর্ণ সুযোগ রয়েছে অফফর্মে থাকা পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cticket Team) বাবর আজমকে (Babar Azam) টপকে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায়।

বিশ্বকাপের আগেই সেই কাজটা হয়ে যেতে পারত যদি শুভমান গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচটিতেও মাঠে নামতেন। কিন্তু বিসিসিআই তাকে ঐ ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারতে যখন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছয় তখন সেখানেই ডেঙ্গুর কবলে পড়েন তারকা ভারতীয় ওপেনের এবং আর তার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি।

কিন্তু রোহিত শর্মা এখন জানিয়ে দিয়েছেন যে সমর্থকদের আর দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। শুভমান গিল মাঠে নামার জন্য ৯৯ শতাংশ তৈরি। অর্থাৎ কাল আহমেদাবাদে টস হওয়ার পর খুব বড় কোনও অঘটন না ঘটলে ঈশান কিষাণের জায়গায় শুভমানকেই ওপেন করতে দেখা যাবে। বাবর আজমের অফফর্ম যদি অব্যাহত থাকে আর শুভমান একটি ভদ্রস্থ ইনিংসে ফেলতে পারেন তাহলেও আইসিসি ক্ষমতা তালিকায় বাবরকে টপকে যাবেন তিনি। পাকিস্তান অতীতে কোনওদিনও ভারতীয় দলকে হারাতে পারেনি ওডিআই বিশ্বকাপের মঞ্চে। তবে রোহিত শর্মা সেই বিষয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হননি। আর তাই জন্যই গিলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ম্যাচের দিন সকালে নেবেন বলে জানিয়েছেন। শুভমান মাঠে থাকুক বা নাই থাকুক, রোহিত জানিয়েছেন যে কোনও পরিস্থিতিতে তাদের লক্ষ্য হচ্ছে দলগতভাবে ভালো ক্রিকেট খেলা।

rohit sharma

তার আগে অবশ্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মুখে শোনা গেল একটি অদ্ভুত অজুহাত। কোনও বোলারের তাকে আউট করার ক্ষমতা নেই বলে দাবি করেছেন তারকা পাক ক্রিকেটার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পরপর ম্যাচে বড় রান না পাওয়া নিয়ে তিনি বলেছেন, “কোন বোলারের ক্ষমতা নেই আমাকে আউট করার। আমি আউট হয়েছি এই ম্যাচগুলোতে নিজের দোষে ভুল শট খেলে।” তার এই কথাটি অজুহাতের মতো শোনালেও ভারতীয় ভক্তরা আশা করবেন বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও তিনি ফের ভুল করুক।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই খারাপ খবর পেলেন সৌরভ! হারাতে চলেছেন এই বড় সম্পত্তিটি

তবে অতীতে পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে ভারতকে যে কখনও হারাতে পারেন এই সেই বিষয়টি তাদের ওপর চাপ সৃষ্টি করছে না বলে জানিয়েছেন বাবর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষ দর্শকের মধ্যে ৯৯% ই যে থাকবে ভারতের সমর্থক সে বিষয় সম্পর্কে তিনি অবহিত। তবু তিনি জানিয়েছেন ভারত অতীতে টানা সাতবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার রেকর্ড করেছে ঠিকই, কিন্তু রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সেই লক্ষ্য নিয়েই তারা আহমেদাবাদে মাঠে নামবেন।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর