বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মধ্যে তুলনামূলক আলোচনা সর্বদাই চলতে থাকে। দুই পড়শী দেশের এই দুই ডানহাতি ব্যাটারই সমর্থকদের প্রচুর আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন। তাই ২৪ অক্টোবর বিশ্বকাপে তাদের লড়াই দেখতে এখন রীতিমতো মুখিয়ে রয়েছে জনতা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই লড়াই শুরু হওয়ার আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রেকর্ড টপকে গেলেন এই পাক ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১৫ ম্যাচ খেলে এখনও অব্দি পাঁচটি শতরান রয়েছে কোহলির কাছে। এবার মাত্র ১৯৪ ম্যাচেই সেই রেকর্ড টপকে গেলেন বাবর। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট হাফ ডজন শতরান করে ফেলেছেন তিনি। পাকিস্তানের একটি ঘরোয়া ম্যাচে ১১ টি চার এবং ৩ টি ছয়ের সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলে এই রেকর্ড তৈরি করলেন পাক অধিনায়ক। এর সাথে সাথেই রোহিত শর্মা এবং শেন ওয়াটসনদের ক্লাবে যোগ দিলেন তিনি।
অন্যদিকে এর আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে শতরানের নিরিখে বিরাটকে ছুঁয়ে ফেলছেন আরও দুই পাক ক্রিকেটার। তাদের একজন হলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান একমাল এবং অন্যজন আহমেদ শাহজাদ। যদিও কার্যত ব্যাটিংয়ের নিরিখে দেখতে হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশত রানের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন বাবর। বিরাটের যেখানে সংগ্রহ ২৮ টি অর্ধশতরান সেখানে বাবরের সংগ্রহ কুড়িটি।
ভারত-পাকিস্তান বিশ্বকাপের প্রথমবার লড়াইয়ে নামতে চলেছে ২৪ অক্টোবর। সেই ম্যাচের আগে বাবরের এই শতরান নিশ্চয়ই আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে তার। অন্যদিকে আইপিএলে ইতিমধ্যেই কোহলিও হাফসেঞ্চুরি পেয়েছেন, তাই কার্যত ব্যাড প্যাচ কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনিও। সব মিলিয়ে লড়াইতে দেখবার মতো হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।