চাকরির নিয়োগপত্র পেলেন ববিতা সরকার! অঙ্কিতার স্কুলেই পড়াবেন ববিতা, বেতন কত জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেলেন ববিতা সরকার। যে স্থানে এতদিন পর্যন্ত বেআইনিভাবে চাকরি করে গিয়েছিলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী, সেখানেই এবার থেকে চাকরি করতে চলেছেন ববিতাদেবী। ইতিমধ্যে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বর্তমানে ববিতা সরকারের বেতন হবে 42 হাজার 600 টাকা।

উল্লেখ্য, বিগত কিছু সময় ধরে কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি চলছে। এর মাঝেই বাংলার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পরবর্তীতে, সেই স্থানে মামলাকারিণী ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য 10 দিনের সময়ও বেঁধে দেয় আদালত। আর এরপরে ববিতার হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হয়। এদিন অবশেষ চাকরির নিয়োগপত্র পেলেন ববিতা সরকার।

তবে এখন যে প্রশ্নটি ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে, তা হল নিয়োগপত্র হাতে পেলেও এখনো পর্যন্ত স্কুলে যোগ দেওয়ার দিনক্ষণ সম্পর্কে স্পষ্ট কোনো খবর মেলেনি। এক্ষেত্রে ববিতা সরকার কবে চাকরিতে যোগদান করবেন, সেই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ববিতা সরকারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, এইটুকু জানি। তবে যোগদানের তারিখ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানিনা।”

উল্লেখ্য, ববিতা সরকারের মামলার ভিত্তিতেই সর্বপ্রথম কলকাতা হাইকোর্টে এই মামলাটি ওঠে। প্রসঙ্গত, 2016 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসেন ববিতা। পরবর্তীকালে মেধা তালিকায় সবার প্রথমে নামও থাকে ববিতা সরকারের। কিন্তু সেই তালিকায় নাম থাকা সত্বেও তার স্থানে চাকরি দেওয়া হয় পরেশ অধিকারী কন্যাকে। এরপরেই চাকরির ক্ষেত্রে এই বেনিয়মটিকে কলকাতা হাইকোর্টের নজরে আনেন তিনি। বিগত বেশ কয়েকদিন ধরে মামলাটির শুনানি চলার পর অবশেষে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একইসঙ্গে সকল বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি, বেতনসহ সকল সুযোগ সুবিধা ববিতাদেবীকে দেওয়ার কথা ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

babita hc

পরবর্তীতে, 10 দিনের মাথায় অঙ্কিতা অধিকারীর স্থানে ববিতা সরকারকে চাকরি দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই অনুযায়ী অবশেষে নিয়োগপত্র মিললেও কবে থেকে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করবেন ববিতাদেবী, তা সময়ই বলবে।

Sayan Das

সম্পর্কিত খবর