বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক কালে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি সংক্রান্ত মামলাটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। যেভাবে একের পর এক তৃণমূল নেতা এবং শিক্ষা আধিকারিকদের নাম জড়িয়ে পড়েছে এই দুর্নীতিতে, তা ক্রমশ আরও বৃহত্তর বিতর্ক সৃষ্টি করে চলেছে। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতাকে তলব করে সিবিআই। সম্প্রতি যার দায়ের করা মামলার দরুণ এই বিতর্ক সৃষ্টি হয়, সেই ববিতা সরকারকেও তলব করে সিবিআই। আর সেই সূত্রেই এদিন নিজাম প্যালেসে পৌঁছলেন মামলাকারিণী ববিতা সরকার।
সম্প্রতি সূত্র মারফত জানা যায় যে, এসএসসি পরীক্ষায় তালিকাতে নাম না থাকা সত্বেও কিভাবে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী চাকরি পেয়ে যায়, সেই বিষয়টি তদন্ত করার জন্য মামলাকারিণী ববিতা সরকারকে তলব করতে চলেছে সিবিআই। এক্ষেত্রে বেশ কিছু নথিও চেয়ে পাঠায় তারা। বিশেষজ্ঞদের মতে, এসএসসি দুর্নীতি মামলায় কোন দিকেই ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর সেইজন্যই এর সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চলেছে তারা।
উল্লেখ্য, এই খবরটি সামনে আসার পরই ববিতা জানান, “আমার কাছে আপাতত কোনো রকম সরকারি নির্দেশ আসেনি। তবে সিবিআই যদি ডাকে, আমি সেই মুহূর্তে কলকাতায় হাজির হবো। আমার কাছে যে সকল নথি রয়েছে, সবকিছুই সঙ্গে করে নিয়ে যাব।” আর হলো ঠিক তাই। সিবিআইয়ের তলব মাঝেই এদিন নিজাম প্যালেসে গিয়ে হাজির হলেন এসএসসি চাকরিপ্রার্থী ববিতা সরকার। তবে তাঁকে এদিন কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে, সে বিষয়ে কোনো ধারণা মেলেনি।
প্রসঙ্গত, এসএসসি চাকরিপ্রার্থী ববিতার যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় চার বছর আগে। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে তালিকায় নাম থাকা সত্বেও সেই সময় চাকরি পাননি তিনি। এর পরেই তাঁর থেকে কম নম্বর থাকা অঙ্কিতা অধিকারী সুযোগ পেলে সেই বিষয়টি নজর এড়ায়নি ববিতার এবং পরবর্তীতে, কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন তিনি। এই মামলার রায়দান হিসেবে কিছুদিন পূর্বে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই সঙ্গে সকল বেতন দুই কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশও দেন। এবার ববিতাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে নতুন কি তথ্য সামনে উঠে আসে, সেটাই দেখার।