নিখোঁজ বাবুল সুপ্রিয়! খুঁজে পেতে এলাকা জুড়ে পড়ল পোস্টার

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিখোঁজ। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সংবাদমাধ্যমে। সংগঠনের নেতারা জানিয়েছিলেন, কোভিডে সেভাবে দেখা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রীকে। অথচ এই সময়ই তাদের সবচেয়ে বেশি মানুষের পাশে দরকার তখনই তারা মানুষের পাশে নেই। আর সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ এই মর্মে এফআইআর দায়ের করা হয়েছিল দিল্লির থানায়।

এবার একইরকমের অনুকরণ দেখা গেল বাংলাতেও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এবার পোস্টার করল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকায়। এলাকার বাজার সংলগ্ন এলাকায় যত্রতত্র দেখা যাচ্ছে এই পোস্টার। সেখানে লেখা ‘হারানো সন্ধান’ আর পোস্টারে রয়েছে বাবুল সুপ্রিয়র ছবি।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, নেতার প্রতি ক্ষোভ প্রকাশের জন্যই এ ধরনের প্রস্তাব যত্রতত্র লাগিয়েছেন বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের পর থেকে সেভাবে আর দেখা যায়নি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। অথচ নির্বাচনের আগে তিনি ছিলেন ভীষণ রকম তৎপর। বারবার বিভিন্ন এলাকার মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তিনি।

IMG 20210623 191350

কিন্তু একদিকে যখন চলছে কোভিড, আবার অন্যদিকে ঘূর্ণিঝড়ের জেরেও ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামগুলি, তখন কেন্দ্রীয় মন্ত্রীর দেখা পাওয়াই দায় আর সেই কারণেই এবার তার নামে জামুরিয়া সংলগ্ন এলাকায় লাগলো হারানো সন্ধানের পোস্টার।

অবশ্য স্থানীয় বিজেপি নেতার দাবি, বাবুল সুপ্রিয়কে নিয়ে আগেও এ ধরনের অপপ্রচার চলেছে। নির্বাচনে মানুষ তার জবাব দিয়েছেন। অর্থাৎ নাম না করে তৃণমূলকে নিশানা করতে চেয়েছেন তিনি।


Abhirup Das

সম্পর্কিত খবর