বাংলা হান্ট ডেস্ক : বুলবুল ঝড়ে বিধ্বস্ত রা সরকারের কোটি কোটি টাকার ত্রাণ পাচ্ছেন না, ভিডিও তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া খতিয়ান তুলে রীতিমতো প্রশ্ন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।রবিবার একটি টুইট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী ভুলে ভুলে ক্ষয় ক্ষতির পরিমাণ 28 হাজার টাকা, যা দিতে প্রস্তুত কেন্দ্র কিন্তু তিনি নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকা খতিয়ে দেখে সেখানকার মানুষ কোনও সাহায্য পাইনি এমনটাই জানান।
যদিও এখানেই থেমে নয় আরও এক কদম এগিয়ে গিয়ে রাজ্য সরকারের খাতায় কলমে দেখানো চান সামগ্রী হিসেবে কথা তুলে ধরে অনেক টাকা প্রশাসন চুরি করে নেবে এমনটাই বলছে ঝড়ে বিধ্বস্ত মানুষ সেই ভিডিও শেয়ার করেছেন বাবুল সুপ্রিয়। গত সপ্তাহে সুপার সাইক্লোন বুলবুল বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
যদিও দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে পৌঁছনো মাত্রই বাবুল সুপ্রিয়কে চরম হেনস্থার মুখে পড়তে হয়, তবে সুন্দরবন ঘুরে দেখে ক্যামেরাবন্দি করে পুরো পরিস্থিতিকে দুটি ভিডিওতে ভাগ করে কেন্দ্রীয় সরকারের ত্রাণ সহ অন্যান্য সুবিধা না পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সব উগরে দিতে দেখা গেছে বাসিন্দাদের।
যদিও তার কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলিতে পরিদর্শন করে সেখানে বন্যা বিধ্বস্ত মানুষদের হাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করেছেন এবং প্রশাসনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। শুকনো খাবার থেকে ত্রিপল গরম জামা এবং ওষুধ সরবরাহের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনকে।