বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমার অবস্থা শোচনীয়। সামনেই পুজো। পুজো উপলক্ষ্যে বাংলায় চার চারটি ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু প্রেক্ষাগৃহে চলছে সব হিন্দি সিনেমা। মুক্তি যে হবে তার জন্য কোনো প্রেক্ষাগৃহের স্লট ফাঁকা নেই। সব জায়গাতেই বুকিং ফুল। আর তাতেই চিন্তার ভাঁজ টলিউডের কলাকুশলীদের এবং পরিচালকদের। কারণ, এই পুজোতেই বেশি লাভের মুখ দেখেন সকলেই। তাই বাংলা সিনেমার শোচনীয় পরিনতির কথা সোশ্যাল মিডিয়ায় এটি ট্যুইট করেছেন অভিনেতা দেব। এবার দেবের টুইট ঘিরে পাল্টা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
বুধবার, ছবির স্লট না পাওয়া প্রসঙ্গে দেব রাজ্যের প্রেক্ষাগৃহের মালিকদের উদ্দেশ্যে একটি অন্তু স্লট ফাঁকা করে তাঁদের অর্থাত্ বাংলা সিনেমাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এবং বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন। পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে বৈঠকের কথাও বলেছিলেন। এবার বৃহস্পতিবার দেবের সেই ট্যুইট ঘিরে একহাত নিলেন বাবুল। সাংবাদিক বৈঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন, “কোন হলে কোন ছবি চলবে সেটা একজন মুখ্যমন্ত্রী ঠিক করবেন কেন? আর তিনি যদি ঠিক করেন, তাহলে তো বুঝতেই পারছেন, যারা সেই দলের কোনও দাদার ঘনিষ্ঠ, শুধুমাত্র তারাই বেশি সংখ্যক হল এবং শো পাবেন। আর বাকিরা, যারা তৃণমূল ঘনিষ্ঠ নন, তাঁদের সিনেমাগুলি কী হবে?
এমনকি বাংলা সিনেমার পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি বাবুল। কেন দলঘনিষ্ঠ লোকেদের নেওয়া হয় এবং বিদেশে শ্যুটিং করতে গেলে এখানকার টেকনিশিয়ানদেরই কেন নেওয়া হয়সে বিষয়েও প্রশ্ন তুলেছেন। এতে খরচ বেশি হয় বলে মন্তব্য করেন বাবুল। পাশাপাশি কলকাতাফিল্ম ফেসটিভ্যালের প্রেসিডেন্ট পদ থেকে এই নিয়ে মত বিরোধের জন্যই প্রসেনজিত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন বাবুল। তবে হল না পাওয়া নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ জন্মেছে ভক্তদের মধ্যে। তাই দেব ও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।