‘গেট ওয়েল সুন’ : মমতাকে তীব্র আক্রমণ বাবুলের

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনী প্রচারে চরম ব্যস্ততার পর এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পূর্ণমন্ত্রিত্ব না পেলেও বন ও আবহাওয়া পরিবর্তন দপ্তরের দায়িত্ব পেয়ে বাবুল সুপ্রিয়র প্রফুল্ল কিছুমাত্র কম হয়নি। তথ্য সংগ্রহ থেকে শুরু করে পড়াশুনো পর্যন্ত, তিনি এই বিষয়ে পিছিয়ে নেই কনোটাতেই, এমনকি বন, পরিবেশ ও জলবায়ু দপ্তরের পূর্ণমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে প্রস্তাব রাখারও চেষ্টা চালিয়েছেন তিনি।
852ce img 20190601 wa0036
কিন্তু এর সঙ্গে সঙ্গেই মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁকে ‘গেট ওয়েল সুন’ বার্তা পাঠানোর কথাও বলেন বাবুল। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন “‘বিপ’ লাগাতে হচ্ছে ওঁর বক্তব্যে। এর থেকে লজ্জার আর কি হতে পারে”। এর পাশাপাশি মমতা ব্যানার্জীকে ২০ লক্ষ গ্রিটিংস পাঠানোর পরিকল্পনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়।

বাবুল এবিষয়ে বেশ আশাবাদী যে মমতা ব্যানার্জীকে তার আসন থেকে হাটাবেন নির্বাচকেরাই। বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, বাঙালী হিসাবে তিনী লজ্জা বোধ করেন বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। পাশাপাশি তিনি মন্ত্রীসভার সদস্য হিসাবে তাঁর প্রাপ্য স্থান দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

সম্পর্কিত খবর