ট্যুইটারে মুকুল রায় ও TMC-কে ফলো করছেন বাবুল সুপ্রিয়, তাহলে কি তৃণমূলে যাবেন? জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জনা কয়েক মন্ত্রী কেন্দ্রীয় ক্যাবিনেটে স্থান পেলেও, মন্ত্রীত্ব খুঁইয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারুণ্যে উপর জোর দিয়ে এই মন্ত্রীসভা গঠনের কারণ দর্শালেও, প্রধানমন্ত্রী যে আসলে ২৪-র নির্বাচনের দিকে চোখ রেখে পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন, তা খুব ভালো ভাবেই বোঝা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় রদবদল করায় বাদ পড়েছেন বাবুল সুপ্রিয়। আর তারপর থেকেই গায়ক যেন কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে দলের সঙ্গে। তবে সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে তিনি লেখেন, ‘মন্ত্রীত্ব হারানোর পর অত্যন্ত আনন্দের সঙ্গে যারাই আমাকে সমবেদনা জানাচ্ছেন, তাঁদের সকলেই অনেক ধন্যবাদ জানাই। আমি এই সময়ে যত ম্যাসেজ পেলাম, গত ৭ বছর মন্ত্রী থাকাকালীনও এত ম্যাসেজ পাইনি’।

Minister Babul Supriyo

তাঁর এই পোস্ট থেকে খুব ভাল ভাবেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোন রকম সমবেদনা চাইছেন না বাবুল সুপ্রিয়। তাই বেশি কথা না বলে, হয়ত রাজনীতিতে থেকে কিছুটা দূরে রয়েছেন। আবার এই সময় স্যোশাল মিডিয়ায় তাঁর গান পোস্ট করতেও দেখা গিয়েছে।

vsjcvhcvhc

তবে এরই মধ্যে বাবুলের একটি কর্মকাণ্ডে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। একে তো সম্প্রতি তিনি মন্ত্রীত্ব হারিয়েছেন, তারউপর তাঁর এই আচরণ কিছুটা যেন অন্য সুরে কথা বলছে। আচমকাই দেখা যায়, ট্যুইটারে মুকুল রায় এবং তৃণমূলকে ফলো করতে শুরু করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর এই আচরণে ক্ষুব্ধ বাবুলের দলবদলের জল্পনা জোড়ালো হয়ে উঠেছে। তবে এবিষয়ে কোন পক্ষই এখনও কিছু না বললেও, জল্পনার আগুন যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্রই।


Smita Hari

সম্পর্কিত খবর