তারকাময় উপনির্বাচন, বালিগঞ্জে বাবুল, আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা!

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্যের দুটি কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। আক্ষরিক অর্থেক তারকাখচিত উপনির্বাচন হতে চলেছে এটি। বালিগঞ্জে শূন‍্য স্থান পুনরুদ্ধারের জন‍্য লড়বেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি ত‍্যাগী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আসানসোল লোকসভা কেন্দ্রের জন‍্য রয়েছে বড়সড় চমক। এখানে তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা হয়েছে প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha)!

না, প্রাক্তন বিজেপি সাংসদ এখনো পর্যন্ত তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেননি। তবে তাঁর কথায় বার্তায় স্পষ্ট ছিল যে তিনি সবুজ শিবিরের দিকেই হেলে রয়েছেন। শেষমেষ আসন্ন উপনির্বাচনের প্রার্থী হিসাবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষনা হতে জল্পনার আর কোনো অবসরই রইল না।

modi shatrughan 1
দীর্ঘদিন গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত থেকেছেন বর্ষীয়ান অভিনেতা। ছিলেন রাজ‍্যসভার সাংসদও। বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক বিগড়ায় ২০১৯ সালে। সেবারে নির্বাচনে দলের হয়ে ভোটে লড়ার সুযোগ পাননি শত্রুঘ্ন। তখনি বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে।

তবে ঘাসফুল শিবিরের প্রতি তাঁর প্রত‍্যক্ষ এবং প্রচ্ছন্ন সমর্থন আগেও দেখা গিয়েছে। যে বছরে তিনি বিজেপি ছাড়েন সে বছরেই তৃণমূলের মহা ব্রিগেডে নজর কেড়েছিলেন শত্রুঘ্ন সিনহা। দিল্লিতে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে আলাদা করে সাক্ষাৎও করেছেন তিনি। যদিও প্রার্থী হিসাবে অভিনেতার নাম ঘোষনা হলেও এখনো পর্যন্ত দলে তাঁর যোগদানের কোনো আনুষ্ঠানিক ঘোষনা শোনা যায়নি।

babool
আগামী মাসেই রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়। গত বছর তাঁর প্রয়াণের পর হেভিওয়েট আসনটি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এমনকি শোনা গিয়েছিল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও প্রার্থী করতে পারেন মুখ‍্যমন্ত্রী।

যদিও শেষমেষ সব রটনার সমাপ্তি ঘটিয়ে ঘোষনা করা হল বাবুল সুপ্রিয়র নাম। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার প‍র এই প্রথম সবুজ শিবিরের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন বাবুল। আগামী ১২ এপ্রিল দুই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর