বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক সন্যাস কাটিয়ে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে তোপ দেগে তাঁদের বাঙালী বিদ্বেষীও বলেছিলেন।
তবে এখন আর বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই, বিজেপির টিকিটে জয়ী হওয়া সাংসদ পদও ছেড়েছেন তিনি। আর এবার সাধারণ এক নেতা হিসেবে বাঙালীদের হয়ে আবেদন করলেন বাবুল সুপ্রিয়। উত্তরাখণ্ডের দুর্ঘটনায় মৃত বাঙালী পর্যটকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্থিক সাহায্যের দাবি করেন বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, বুধবার উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকভর্তি গাড়ি খাদে পরে যায়। ওই গাড়িতে যারা ছিলেন, তাঁরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুর্ঘটনার পর ৫ জন বাঙালী পর্যটকের মৃত্যু হয়েছে। আর তাঁদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্থিক সাহায্য চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
https://twitter.com/SuPriyoBabul/status/1453649906673983497?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1453649906673983497%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fkolkata%2Fbabul-supriyo-asks-for-ex-gratia-in-uttarakhand-accident_410086.html
তিনি একটি ট্যুইটে লেখেন, ‘উত্তরাখণ্ডের দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন আর ৫ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা দেওয়ার আবেদন করছি।”
বাবুল সুপ্রিয় জম্মু কাশ্মীরে দুর্ঘটনায় শিকারদের ক্ষতিপূরণের কথা উল্লেখ করে লেখেন, কাশ্মীরে ৮ জন প্রাণ হারিয়েছেন, সেটা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এটাই না, এরকম অনেক দুর্ঘটনায় আহত ও নিহতদের পাশে দাঁড়ান সদয় প্রধানমন্ত্রী।