‘বিজেপি বিশ্বাসঘাতক দল, মোদী সরকারের বহু সিদ্ধান্ত জনবিরোধী!” পুরুলিয়া থেকে তোপ বাবুলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election )। শাসক থেকে শুরু করে বিরোধী শিবির, সকলেই মেতে উঠেছেন সভা-জনসভায়। প্রায়শই জনসমাবেশ করতে দেখা যাচ্ছে রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রী থেকে শুরু করে অভিনেতাদেরও। সপ্তাহ খানেক আগেই পুরুলিয়ায় (Purulia) লধুরকাতে বিজেপির সভা করে গিয়েছেন ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty )। এবার সেই সভাস্থলেই পাল্টা সভা করে বিজেপিকে রীতিমতো ধুয়ে দিল বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

বৃহস্পতিবার পুরুলিয়ার তৃণমূলী জনসভা গানে গানে মাতালেন বাবুল সুপ্রিয়। তবে, গান ছাড়াও এদিন তার কণ্ঠে শোনা গেলো, ‘অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ’, হাঁটাও বিজেপি, হাঁটাও সিপিএম ‘। এদিন বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “বিজেপি একটি বিশ্বাসঘাতক দল, বিজেপি এমন একটি দল যারা কথা দেয় কিন্ত কথা রাখে না, ৩৪ বছর ধরে সিপিএম কলুষিত করেছে বাংলার রাজনীকে আর এখন বিজেপি।” ‘‘২০১৭ সালেও আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু সেট গৃহীত হয়নি। কতটা বিতৃষ্ণা থাকলে এক জন সাংসদকে পদত্যাগ করতে হয়!’’
সভামঞ্চ থেকে বিজেপির পাশাপাশি সিপিএম এর বিরুদ্ধেও তোপ দাগলেন তিনি।

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে, রাজ্যকে ১ লক্ষ কোটি টাকার পাওনা থেকে বঞ্চিত হওয়ার কথাও শোনা যায় তার গলায়। বাবুলের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে সরব হন কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মিত্রও । তিনি বলেন, ‘‘মহিলা রাষ্ট্রপতি দিয়েছেন, ভাল কথা। কিন্তু আপনাদের কত জন মহিলা সাংসদ আছেন? আমাদের ৩৪ শতাংশের বেশি মহিলা সাংসদ রয়েছে।’’

সভায় বক্তব্য শেষে বাবুল বলেন ‘‘মোদী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত জনবিরোধী। এদিন “বাঙালি বাংলার মেয়েকেই চায়, গুজরাটের কাউকে নয়” এই স্লোগানেও গর্জে ওঠেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X