‘পুলিশের কাজে বাধা দিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি’, কাশীপুর নিয়ে পুরোনো দলকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার পাণ্ডবেশ্বরে বেশ হালকা মেজাজেই ধরা দিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। নিজের শপথ গ্রহণ নিয়ে খানিক রসিকতা করলেও বিজেপির বিরুদ্ধে অবশ্য তোপ দাগতে ভোলেননি তিনি। কাশীপুরে কর্মীর মৃত্যুকে ঘিরে নোংরা রাজনীতি করছে বিজেপি এমনটাই অভিযোগ তাঁর।

শোনপুর বাজারি এলাকায় খোলা মুখ খনির সম্প্রসারণ চলছে। ফলে ইসিএলের তরফে ওই গ্রামের মানুষদের নতুন শোনপুর গ্রামে স্থানান্তরিত করা হয়েছে। ওই গ্রামে থাকা ৮টি প্রাচীন মন্দিরও এই নতুন গ্রামে গড়ে দিয়েছে এই সংস্থা। সেই মন্দিরের বিগ্রহেই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলছে। ৭ দিন ব্যাপি সেই অনুষ্ঠানে অংশ নিতেই নিজের পুরোনো লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ওই গ্রামে গিয়েছেন বাবুল সুপ্রিয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও।

এদিন কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, ‘ময়নাতদন্ত আটকে ঘরের মধ্যে দেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি। সকাল সাড়ে ৭টা থেকে এইভাবে ময়নাতদন্ত আটকে রেখে বিজেপির কোনও কার্যসিদ্ধি হবে না। যেটা সত্যি ঘটনা সেটি সামনে আসুক। পুলিসের কাজে বাধা দেওয়া ঠিক নয়। পরিকল্পিতভাবে মৃতদেহ ঘরের মধ্যে আটকে রেখে পুলিসকে যেতে না দেওয়া, এটা সভ্য সমাজে হওয়া উচিৎ নয়।’

যদিও নিজের শপথ গ্রহনের ব্যাপারে বেশ হালকা মেজাজে খানিক রসিকতা করতেই দেখা যায় তাঁকে। বিধায়ক পদে শপথ গ্রহণের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রিজার্ভেশন কনফার্মড। প্ল্যাটফর্মেও চলে এসেছি। বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। ট্রেন এলেই ট্রেনে চেপে পড়ব।’ তাঁর এই মন্তব্যকে অবশ্য খানিক সাংকেতিক বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর