‘নিজগুনে উইকেট পড়ছে বিজেপির, আরও পাঁচটি গেল মনে হচ্ছে’, খোঁচা বাবুলের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় বিজেপির (bjp) রাজ্য কমিটির তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নানারকম মনোমালিন্য দেখা দিচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে। জানা গিয়েছে, দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন ৫ বিধায়ক। এবার এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

এবিষয়ে প্রাক্তন দলকে খোঁচা দিয়ে ট্যুইট করেন বাবুল সুপ্রিয়। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘নিজগুনে পরের পর উইকেট পড়ছে বিজেপির। আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে। শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন। আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান- মুরলীধর লেন’।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে এবং পরে দেখা গিয়েছিল দলবদলের পালা। তবে এবার দেখা যাচ্ছে, বিজেপির (bjp) হোয়াটস অ্যাপ গ্রুপ ‘লেফট’ করার একটা প্রবণতা। বুধবারই প্রকাশিত হয় বিজেপি-র রাজ্য কমিটির তালিকা। আর তারপর থেকেই দেখা গিয়েছে, একের পর এক নেতৃত্ব বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ‘লেফট’ করে যাচ্ছেন।

সামান্য মতানৈক্য হলেই, হোয়াটস অ্যাপ গ্রুপ ‘লেফট’ করে যাচ্ছেন বিজেপির নেতৃত্বরা। জানা গিয়েছে, দলের প্রতি কিছুটা মনঃক্ষুণ্ণ হওয়ায় পাঁচ বিধায়ক শনিবারই দলের হোয়াটস অ্যাপ থেকে বেরিয়ে গেছেন। এবিষয়ে বিজেপির পক্ষ থেকে মুখ না খুললেও কানা ঘুষো কিছু কথা উঠে এসেছে।

সূত্রের খবর, সদ্য গঠিত বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া-প্রতিনিধিদের সেভাবে জায়গা দেওয়া হয়নি, বলেই নাকি দলের প্রতি ক্ষোভ বেড়েছে কিছু বিধায়কের। যার কারণেই তাঁরা দলের হোয়াটস অ্যাপ ছেড়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ৫ বিধায়করা হলেন অশোক কীর্তনিয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং অম্বিকা রায়। তবে এই বিধায়করা বড় কোন সিদ্ধান্ত নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। আবার নাকি বিজেপির মিডিয়া গ্রুপ ছেড়ে দিয়েছেন শীলভদ্র দত্ত, রাজু বন্দ্যোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর