বালিগঞ্জে জিতে প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সায়রা হালিমকে নির্লজ্জ বলে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

বাংলাহান্ট ডেস্ক : বালিগঞ্জে বাবুল সুপ্রিয় জয় পেলেও ভোটের শতাংশ কমেছে অনেকটাই। মাত্র বছর খানেক আগে সুব্রত মুখোপাধ্যায়ের পাওয়া ভোট আর এই উপনির্বাচনে বাবুলের পাওয়া ভোটের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায় বিষয়টি। উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই এই বিষয়টিকে নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী শিবির। এহেন অবস্থায় বালিগঞ্জে দ্বিতীয় স্থানে থাকা বাম প্রার্থী সায়রা হালিমকে ‘নির্লজ্জ’ বলেই এবার আক্রমণ শানালেন বাবুল সুপ্রিয়।

ভোটের হিসেবে বালিগঞ্জে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ড সহ দুটি ওয়ার্ডে জয়ীও হয়েছেন সায়রা হালিম। এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাম শিবির। মাত্র একবছরে ভোটের হার একলাফে এতখানি বাড়ায় অত্যন্ত আশাবাদী তারা। এই প্রসঙ্গে সায়রা দাবিও করেছেন যে, ‘ বিতর্ক থেকে দূরে থাকা একজন মানুষ এবং দলকে বেছে নিয়েছেন এলাকার অধিকাংশ মানুষ।’ বিষয়টিকে প্রথকে সেভাবে পাত্তা না দিলেও রাতে রীতিমতো বাম প্রার্থীকে ধরে বেঁধেই আক্রমণ শানালেন বাবুল সুপ্রিয়।

শনিবার রাতে বাবুল সুপ্রিয় একটি ট্যুইট করে লেখেন,’মিথ্যা এবং প্রতারণামূলক ভোট প্রচারের পরও থামেনি সিপিএম, সায়রা শাহ হালিমের যে কোনও ক্লাস নেই, তাও তিনি দেখিয়ে দিয়েছেন। উনি নির্লজ্জ, লজ্জাই ভুলে গেছেন। মানুষজন ওঁদের ছুঁড়ে ফেলে দেওয়ার পরও উনি নর্দমার মতন নোংরা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। যাই হোক, তাঁর পার্টি বিধানসভাতেও একটা বড়সড় শুন্য পেয়েছে।’

বাবুল সুপ্রিয়র এই মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাম শিবিরের তরফে। তবে সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের বিরোধী নেত্রীর উদ্দ্যেশ্যে এহেন মন্তব্যকে অশালীন বলেই মনে করছেন মানুষের একাংশ। অনেকের আবার দাবি, বামেদের এই উত্থানে খানিক ভীত বাবুল। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি বেশ ঘোরালোই তা বলাই বাহুল্য।

ad

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর