কালীঘাটে শ্রীরামচন্দ্রের মূর্তি বসানো হোক, দেখি দিদির কত সাহস!’ : বিস্ফোরক বাবুল

বাংলা হান্ট

জয় শ্রী রাম নিয়ে এখন উত্তপ্ত রাজনৈতিক মহল। যা নিয়ে ভাটপাড়া, নৈহাটি সহ অন্যান্য অঞ্চল জ্বলছে রাগের আগুনে। এর মধ্যেই বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দিলেন হুঁশিয়ারি।

বাবুল তাঁর টুইটার হ‍্যান্ডেলে লিখেছেন, ‘সরকারিভাবে কালীঘাটে শ্রীরামচন্দ্রের একটি মূর্তি বসানোর আবেদন করা হোক। দেখি দিদিমণি সরকারিভাবে না বলার সাহস দেখাতে পারেন কিনা।’

9a990 img 20190603 wa0035

সোমবার টুইট করে বাবুল আরও বলেন, ‘রাজ্যে বিজেপি আসায় চিৎকার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ‘গেট ওয়াল সুন’ কার্ড পাঠানো হবে। ওঁর কোনও সমস্যা হচ্ছে।’

বাবুল অন্য একটি টুইটে জয় শ্রী রাম স্লোগান নিয়ে মমতার প্রতিক্রিয়া সম্পর্কে লিখেছেন, একজন পোড়খাওয়া রাজনীতিবিদ উনি। কিন্তু এখন অস্বাভাবিক আচরণ করছেন উনি। ওঁর অবহিত থাকা উচিত নিজের পদের মর্যাদা সম্পর্কে।’ বাবুলের আরও মন্তব্য, ‘প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনার খোরাক হন দিদি। ওঁর এখন কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত।’


সম্পর্কিত খবর